সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি সাদামাটা ছবি। ছয় কিশোর ফুটবলার দাঁড়িয়ে আছেন এক ফুটবলারের সঙ্গে। সেই ফুটবলারের নাম ভিক্টর ইগনাসিও মায়কোরা। বর্তমানে অ্যাঞ্জেল দি’মারিয়ার ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলেন। কিন্তু তা নিয়ে যে আর্জেন্টিনায় এত বড় কাণ্ড হয়ে যাবে কে জানত! জল এতদূর গড়াল যে, ওই ছয় খুদেকে ক্লাব থেকে তিনমাসের জন্য নির্বাসিত করল মেসির ছোটবেলার ক্লাব নিউয়েল ওল্ড বয়েজ।
ঘটনার সূত্রপাত মাস তিনেক আগে। একটি যুব টুর্নামেন্টে খেলতে গিয়েছিল নিউয়েল ওল্ড বয়েজ। সেখানে ভিক্টরের সঙ্গে ছবি তোলে ওই ছয় ফুটবলার। তারপরই ওই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নড়েচড়ে বসে মেসির ছোটবেলার ক্লাব। ওই ছয় ফুটবলারকে অনুশীলনে আসতে বারণ করে দেওয়া হয়। তাদের স্কলারশিপও তিনমাসের জন্য বন্ধ করে দেওয়া হয়। তাদের প্রত্যেকেরই বয়স ৯ বছরের আশেপাশে।
কিন্তু কেন এই সিদ্ধান্ত? আসলে মেসি-দি’মারিয়ার বন্ধুত্ব যত গাঢ়ই হোক না কেন, দুই ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বী। রোজারিও সেন্ট্রাল ও নিউয়েল ওল্ড বয়েজের ম্যাচে প্রায়ই ধুন্ধুমার বাঁধে। ভিক্টরের সঙ্গে ছবিতেও সেটারই প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। যদিও ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, অতি উগ্র সমর্থকদের ‘হাত থেকে বাঁচানো’র জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এই শাস্তি নিয়ে আর্জেন্টিনার সাধারণ ফুটবল সমর্থক থেকে প্রাক্তন ফুটবলার, সকলেই সোচ্চার হয়েছেন।
গোটা ঘটনা নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। তিনি এই শাস্তির বিরোধিতা করে বলেছেন, “যদি কেউ প্রথম ডিভিশনে খেলার কথা ভাবো, তাহলে তুমি কার সঙ্গে ছবি তুলছ সেটা গুরুত্বপূর্ণ নয়।” এমনকী মায়কোরাও বলেছেন, “আমার দুঃখই লাগছে। ওই বাচ্চারা নিরীহ। এই প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা আমি বুঝি না। ওরা শুধু প্রথম সারির এক ফুটবলারের সঙ্গে ছবি তুলতে চেয়েছিল।” যদিও, এই শাস্তিতে খুশি নয় একদল উগ্র সমর্থক। তাদের দাবি, ওই ছয় খুদেকে ক্লাব থেকে পুরোপুরি বিতাড়িত করতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.