Advertisement
Advertisement
FIFA Club World Cup

জেতা ম্যাচ ড্র করে শেষ ষোলোয় ইন্টার মায়ামি, ক্লাব বিশ্বকাপে মেসির প্রতিপক্ষ পুরনো দল

ব্রাজিলের ক্লাবকে হারিয়েও বিদায় অ্যাটলেটিকো মাদ্রিদের।

Lionel Messi's Inter Miami will face PSG in round of 16 in FIFA Club World Cup
Published by: Arpan Das
  • Posted:June 24, 2025 12:01 pm
  • Updated:June 24, 2025 12:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব অপরাজিত থেকেই শেষ করল লিওনেল মেসির ইন্টার মায়ামি। শেষ ম্যাচে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের সঙ্গে ২ গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হল তাদের। যার ফলে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোয় উঠলেন লুইস সুয়ারেজরা। সেখানে তাঁদের সামনে ইউরোপ চ্যাম্পিয়ন তথা মেসির পুরনো দল পিএসজি।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মায়ামিকে প্রথমে এগিয়ে দেন তাদেও আলেন্দে। কাউন্টার অ্যাটাক থেকে ১৬ মিনিটে গোল করে যান তিনি। ৬৫ মিনিটে দ্বিতীয় গোল সুয়ারেজের। ৩৮ বছর বয়সি তারকা যে এখনও অবিশ্বাস্য গোল করতে পারেন, তা ফের দেখিয়ে দিলেন। একক দক্ষতায় দুজনকে কাটিয়ে যখন বক্সের মধ্যে ঢুকলেন, তখন সামনে পালমেইরাসের আরেক ডিফেন্ডার। শট মারার ভঙ্গি করে তাঁকে বোকা বানিয়ে বাঁ’পায়ের আগুনে শটে জালে বল জড়িয়ে দেন সুয়ারেজ।

কিন্তু নাটক তখনও বাকি ছিল। ৮০ মিনিটে মায়ামির গোটা ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে যান পউলিনহো। ৮৭ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান মরিসিও। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। গ্রুপ এ’তে তিন ম্যাচের পর দু’দলেরই পয়েন্ট ৫। কিন্তু গোল পার্থক্যে শীর্ষে শেষ করে পালমেইরাস। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ব্রাজিলেরই বোটাফোগো। অন্যদিকে মেসিদের মোকাবিলা পিএসজি’র সঙ্গে। এই ম্যাচে আর্জেন্তিনীয় তারকা সেভাবে নজর কাড়তে না পারলেও নজির গড়লেন। আজ পর্যন্ত মেসি কোনও টুর্নামেন্টের লিগ পর্যায় থেকে বিদায় নেননি।

অন্যদিকে জিতেও ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিল অ্যাটলেটিকো মাদ্রিদ। গ্রিজমানের ৮৭ মিনিটের গোলে বোটাফোগোকে হারায় তারা। ক্লাব বিশ্বকাপে এই প্রথম কোনও ব্রাজিলীয় দল হারল। তবে গোল পার্থক্যে পরের রাউন্ডে গেল তারা। এই গ্রুপের শীর্ষে পিএসজি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement