Advertisement
Advertisement
Liverpool FC

সুনামির ভয়কে জয়! সতর্কতার মাঝেই জাপানে প্রস্তুতি ম্যাচ খেলল লিভারপুল

ইংলিশ ক্লাবের খেলা দেখতে স্টেডিয়ামে উপচে পড়েছিল ভিড়।

Liverpool FC play friendly match in Japan amid tsunami warnings
Published by: Prasenjit Dutta
  • Posted:July 31, 2025 9:20 am
  • Updated:July 31, 2025 9:20 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিখটার স্কেলে ৮.৮ মাত্রার কম্পনে দুলে উঠেছিল রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। তখনই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে, বিশেষ করে জাপানে জারি করা হয়েছিল সুনামির সতর্কতা। এরই মাঝে সুনামির ঢেউ আছড়ে পড়ে জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকায়। এই পরিস্থিতিতে জাপানেই ছিল লিভারপুল। প্রাকৃতিক দুর্যোগের এই সর্তকতার মাঝেই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মাঠে নামেন লিভারপুল ফুটবলাররা।

Advertisement

আসলে প্রাক মরশুমের প্রস্তুতি ম্যাচ খেলতে জাপানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব। ‘রেডস’দের প্রতিপক্ষ ছিল ইয়োকোহামা এফ মারিয়ানোস। লিভারপুল ফুটবলারদের সমুদ্রের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছিল লিভারপুলকে। শেষমেশ দুর্যোগের ভয়কে জয় করেছে দুই দলের ফুটবলাররা। আর গোটা ম্যাচে আধিপত্য বজায় রেখে ৩-১ গোলে জয়ী হয়েছে লিভারপুল।

ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে ম্যাচটি দেখতে হাজির ছিলেন ৬৭ হাজার ৩২ জন দর্শক। প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে লিভারপুল। বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিল তারা। যদিও, প্রথমার্ধে কোনও গোল হয়নি। ম্যাচের বয়স তখন ৫৫ মিনিট। খেলার গতির বিরুদ্ধে গিয়ে ইয়োকাহাম এফ ম্যারিয়ানোসকে এগিয়ে দেন আশাই উয়েনাকা। যদিও গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি জাপানি ক্লাবের। ৬২ মিনিটে ফ্লোরিয়ান রিৎজের গোলে সমতায় ফেরে লিভারপুল। উল্লেখ্য, বায়ার লেভারকুসেন থেকে সদ্য রেডসে যোগ দিয়েছেন ফ্লোরিয়ান।

৬৮ মিনিটে লিভারপুলের হয়ে স্কোর লাইন দ্বিগুণ করেন ট্রেই নিওনি। ৮৭ মিনিটে জয়সূচক গোলটি করেন রিও এনগুমোহা। ৭১ শতাংশ বলের দখল ছিল ইংলিশ ক্লাবের। এই পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে, ম্যাচে কতটা আধিপত্য নিয়ে খেলেছেন লিভারপুল ফুটবলাররা। এদিকে, সুনামি সতর্কতা জারি হলেও জাপানের স্বাভাবিক জীবনযাত্রায় এর তেমন কোনও প্রভাব পড়েনি। স্বাভাবিক ছিল গণপরিবহণও। সেই কারণেই লিভারপুলের খেলা দেখতে স্টেডিয়ামে উপচে পড়েছিল ভিড়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ