Advertisement
Advertisement
Diogo Jota

দিয়োগো জোটাকে সম্মান, ২০ নম্বর জার্সি ‘অমর’ করে রাখার সিদ্ধান্ত লিভারপুলের

এই প্রথমবার ক্লাবের ইতিহাসে কোনও ফুটবলারের স্মরণে জার্সি নম্বরের অবসর ঘোষণা করল লিভারপুল।

Diogo Jota honoured as Liverpool set to 'immortalize' No. 20 jersey

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:July 4, 2025 12:46 pm
  • Updated:July 4, 2025 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অকালে প্রয়াত হয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটা (Diogo Jota)। মাত্র ২৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়েছেন এই লিভারপুল তারকা। জোটার মৃত্যুতে শোকাহত ফুটবল দুনিয়া। তাঁর স্মরণে ২০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। 

লিভারপুলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “২০২৪-২৫ মরশুমে লিভারপুলের শিরোপা জয়ে জোটার অবদার অনস্বীকার্য। তাঁর অসাধারণ দক্ষতা এবং স্ট্রাইকগুলি চিরকাল মনে রাখবে ক্লাব। এপ্রিলের মার্সিসাইড ডার্বিতে তাঁর একমাত্র গোলে জিতেছিল লিভারপুল। সেটিই ক্লাবের হয়ে জোটার শেষ গোল। সেই সম্মানেই তাঁর ২০ নম্বর জার্সি চিরতরে অমর হয়ে থাকবে।”

পর্তুগালের পোর্তোয় জন্ম হয় দিয়োগোর। তিনি ফুটবল জীবন শুরু করেন পাকোস ডি ফেরেরার যুব দলে। ২০১৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপর পোর্তো ও উলভারহ্যাম্পটনে খেলে ২০২০ সালে যোগ দেন লিভারপুলে। ‘রেডস’-এর হয়ে জিতেছেন লিগ কাপ এবং এফএ কাপ। সদ্য চ্যাম্পিয়ন হয়েছেন ২০২৪-২৫ মরশুমের প্রিমিয়ার লিগ। লিভারপুলের হয়ে ১২৩ ম্যাচে গোল করেছেন ৪৭টি। তাছাড়াও ২০১৯ এবং ২০২৫-এর উয়েফা নেশনস লিগ জয়ী পর্তুগাল দলের সদস্যও জোটা।

এই প্রথমবার ক্লাবের ইতিহাসে কোনও ফুটবলারের স্মরণে জার্সি নম্বরের অবসর ঘোষণা করল লিভারপুল। কিন্তু কবে থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া কবে থেকে কার্যকর হতে চলেছে, তা জানা যায়নি। তবে, লিভারপুলের এই উদ্যোগের প্রশংসায় নেটিজেনরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement