Advertisement
Advertisement
Luis Suarez

ফাইনাল হারতেই বিপক্ষ কোচের মুখে থুতু, বিরাট শাস্তি পেলেন ‘অসংযমী’ সুয়ারেজ

ক্ষমা চেয়েও ছাড় পেলেন না উরুগুয়ের স্ট্রাইকার।

Luis Suarez banned for 6 games after spitting saga
Published by: Subhajit Mandal
  • Posted:September 6, 2025 11:06 am
  • Updated:September 6, 2025 11:06 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাইনালে হতাশার হার। সংযম হারিয়ে বিপক্ষ কোচকে থুতু। বড়সড় শাস্তির মুখে পড়লেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের স্ট্রাইকারকে ৬ ম্যাচের জন্য সাসপেন্ড করল মেজর লিগ সকার। শাস্তি পেলেন তাঁর সতীর্থ সের্জিও বুস্কেতসও। তাঁকেও দু’ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

গত রবিবার লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে লুমেন ফিল্ডে ৩-০ গোলে হেরে ট্রফি হাতছাড়া হয় ইন্টার মায়ামির। হারের হতাশা সহ্য করতে না পেরে সিয়াটলের এক সহকারী কোচের মুখে প্রকাশ্যে থুতু দিয়ে বসেন লুইস সুয়ারেজ। ম্যাচের পর দুই দলের ফুটবলারদের মধ্যে তুমুল কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যায়। কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন সুয়ারেজ এবং সাউন্ডার্সের মিডফিল্ডার ওবেড ভারগাস। ক্যামেরায় ধরা পড়ে, বিপক্ষ ফুটবলারের গলায় হাত শক্ত করে জড়িয়ে ধরেছেন সুয়ারেজ। মার্সেলো ওয়েইগান্দ, রদ্রিগো দে পল ও গোলরক্ষক অস্কার উস্তারির মতো ফুটবলাররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। যদিও ঝামেলা তখনও থামার জো ছিল না। সুয়ারেজ হঠাৎই সাউন্ডার্সের নিরাপত্তা পরিচালক জিনে রামিরেজকে করে থুতু দেন। সেই সময় ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি দ্রুত সুয়ারেজকে সেখান থেকে সরিয়ে আনেন।

পরে ওই কাণ্ডের জন্য সুয়ারেজ ক্ষমাও চান। কিন্তু তাতে লাভ কিছু হয়নি। সুয়ারেজের এহেন আচরণের পর শাস্তির খাঁড়া যে নেমে আসবে সেটা জানাই ছিল। সেই শাস্তির পরিমাণটা এবার জানা গেল। শেষ পর্যন্ত তাঁকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে টুর্নামেন্ট আয়োজক কমিটি। সের্জিও বুস্কেতসকেও দু’ম্যাচের জন্য নির্বাসিত করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওই ঝামেলার সময় ওবেদ ভার্গাসকে ঘুসি মারেন তিনি। অসংযমী আচরণের জন্য সাউন্ডার্সের কোচিং স্টাফ সদস্য স্টিভেন লেনহার্টও পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।

সুয়ারেজের এই অসংযমী আচরণ অবশ্য নতুন নয়। এর আগে একাধিক বার খেলার মাঠে সংযম হারিয়েছেন তিনি। যার মধ্যে সবচেয়ে কুখ্যাত ২০১৪ সালের বিশ্বকাপে ইটালির বিরুদ্ধে ম্যাচে চিয়েলিনিকে কামড় বসানো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ