সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসাবে চূড়ান্ত হয়ে গেল রুবেন আমোরিমের নাম। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছে ম্যান ইউ। স্পোর্টিং লিসবনের বর্তমান ম্যানেজার চলতি মাসেই রেড ডেভিলদের ম্যানেজার হিসাবে দায়িত্ব নেবেন। সব ঠিক থাকলে ২৩ নভেম্বর ইপসুইচ টাউনের বিরুদ্ধে ডাকআউটে দেখা যাবে আমোরিমকে। ততদিন পর্যন্ত ব্রুনোদের কোচিং করাবেন ভ্যান নিস্টেলরুই-ই।
চলতি মাসেই চাকরি গিয়েছে ইউনাইটেডের প্রাক্তন কোচ এরিক টেন হাগের। ২০২২-র এপ্রিলে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডাম থেকে ঘটা করে আনা হয় টেন হ্যাগকে। কিন্তু গত আড়াই বছরে আহামরি কিছু পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। চেনা সাফল্য আসা তো দূরের কথা, বরং অবস্থা আরও খারাপ হয়েছে ব্রুনো ফার্নান্দেজদের। তাঁর হাত ধরে ২০২৩-এ কারাবাও কাপ ও চলতি বছরে এফএ কাপ জিতেছেন র্যাশফোর্ডরা। বাকি শুধুই ব্যর্থতা।
গত মরশুমে লিগ টেবিলে ৮ নম্বরে শেষ করেছিল রেড ডেভিলরা। চ্যাম্পিয়ন্স লিগে মাত্র একটা ম্যাচ জিতেছিল তারা। কোপেনহাগেন আর গালাতাসারের নীচে চতুর্থ স্থানে ছিল ব্রুনো ফার্নান্দেজরা। এর আগের মরশুমেই ঝামেলায় জড়িয়ে বিদায় দিয়েছিলেন কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। চলতি মরশুমের শুরুতেও বিশ্রী ফর্মে ছিল ইউনাইটেড। সেকারণেই ছাঁটাই করা হয় টেন হাগকে। তার বদলে তরুণ প্রতিভাবান কোনও মুখকে ম্যানেজার হিসাবে চাইছিল ক্লাব। সেকারণেই বেছে নেওয়া হয় আমোরিমকে।
গত কয়েকদিনের টানাপোড়েনের পর আমোরিমের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলল ইউনাইটেড। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত আমোরিম ম্যান ইউ ম্যানেজার থাকবেন। সে জন্য তাঁর পুরনো ক্লাব স্পোর্টিংকে ১০ মিলিয়ন ইউরো দেবে রেড ডেভিলরা। এছাড়াও তাঁর সাপোর্ট স্টাফের জন্য ১ মিলিয়ন ইউরো বাড়তি পাবে স্পোর্টিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.