সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ভালো তার, শেষ ভালো যার। হাজারও ডামাডোলের মধ্যে এফএ কাপ (FA Cup) চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। তাও আবার একই শহরের প্রতিদ্বন্দ্বী ম্যান সিটিকে (Manchester City) ২-১ গোলে হারিয়ে। মরশুম শেষে অন্তত একঝাঁক নতুন উজ্জ্বল তারকার ভরসায় সামনের দিকে এগিয়ে যেতে পারবে রেড ডেভিলসরা।
গোটা মরশুমটাই নিশ্চয়ই ভুলতে চাইবেন ব্রুনো ফার্নান্দেজরা। লিগ টেবিলে শেষ করেছে অষ্টম স্থানে। চ্যাম্পিয়ন্স লিগে মাত্র একটা ম্যাচ জিতেছিল তারা। কোপেনহাগেন আর গালাতাসারের নিচে চতুর্থ স্থানে ছিল ম্যান ইউ। শেষ কবে এত খারাপ পারফরম্যান্স করেছে, তা মনে করতে পারবে না ইউনাইটেড ভক্তরা। ফলে প্রবল প্রতিপক্ষ সিটির বিরুদ্ধে কিছুটা পিছিয়ে থেকেই মাঠে নেমেছিলেন র্যাশফোর্ডরা।
কিন্তু খেলা হয় মাঠে। সেখানে শেষ কথা বলে পারফরম্যান্স। গার্নাচো, মাইনোদের দাপটে মরশুমের একমাত্র ট্রফি ঘরে তুলে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। হাফটাইমেই দুই নতুন তারকার গোলে এগিয়ে যায় তারা। অথচ পুরো শক্তি নিয়েই মাঠে নেমেছিল পেপ গুয়ার্দিওলার দল। হালান্ড, ডি ব্রুইন, ফোডেনদের সামনে রেখেই আক্রমণ ভাগ সাজিয়েছিল প্রিমিয়ার লিগ জয়ীরা। শেষ দিকে তাদের হয়ে একটি গোল শোধ করেন ডোকু।
UNITED HAVE DONE IT!!! 🏆 ||
— Manchester United (@ManUtd)
কিন্তু তরুণ রক্তের দাপটে ম্যাচ জিতে নিল এরিক টেন হ্যাগরা। মরশুম শেষ হলেই যার বিদায় নিশ্চিত। বিদায়বেলাতেও অন্তত রেড ডেভিলসের মুখে হাসি ফোটালেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.