Advertisement
Advertisement

Breaking News

Cristiano Ronaldo

একই দিনে ‘অস্তাচলে’ মেসি-রোনাল্ডোর ক্লাব, ট্রফির স্বপ্ন অধরা দুই মহাতারকার

ঘরের মাঠে দুই পরাজিত নায়কের হতাশার ছবি ইতিমধ্যেই ভাইরাল।

Messi and Ronaldo's clubs bid farewell on the same day, two superstars' dreams of a trophy elusive
Published by: Prasenjit Dutta
  • Posted:May 1, 2025 2:38 pm
  • Updated:May 1, 2025 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই মেরুতে দুই কিংবদন্তি ফুটবলার। একজন সৌদি আরবে। আরেকজন দক্ষিণ ফ্লোরিডায়। অথচ দু’জনের শোক এক। কারণ তাঁদের ক্লাব বিদায় নিয়েছে একই দিনে। প্রথমে ঘরের মাঠে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। এর সাত ঘণ্টা পর মার্কিন মুলুকে চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় লিওলেন মেসির ইন্টার মায়ামিরও। এর ফলে ট্রফি জয়ের স্বপ্ন অধরা থেকে গেল দুই মহাতারকার।

ঘরের মাঠে দুই পরাজিত নায়কের হতাশার ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। দুই মহাতারকার মুখই যেন বিষণ্ণতায় পাংশুটে। জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে ঘরের মাঠে ২-৩ গোলে হেরে যায় আল নাসের। এরপর প্রায় সাত হাজার মাইল দূরে কানাডার ভ্যাংকুভারের কাছে ১-৩ গোলে পরাজিত মেসির ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে এগ্রিগেডে ৫-১ গোলে জিতে মাঠ ছাড়ে ভ্যাংকুভার। আর অন্য শিবিরে তখন কেবলই নিরাশা।

যদিও রোনাল্ডোর চেয়েও বেশি নিষ্প্রভ ছিলেন মেসি। তাঁকে একেবারেই স্বাভাবিক ছন্দে পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি সুযোগও পেয়েছিলেন। তা গোলে পরিণত করতে না পারায় যা হওয়ার তাই হল। হার স্বীকার করতে হল ইন্টার মায়ামিকে। ম্যাচের শুরুটা খারাপ করেনি ইন্টার মায়ামি। জর্দি আলবার গোলে ৯ মিনিটেই এগিয়ে যায় তারা। পরে সুযোগ মিললেও কাজে লাগাতে পারেনি দুই দল। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ভ্যাংকুভার তেড়েফুঁড়ে খেলতে থাকে। ৫১ থেকে ৫৩ মিনিট – ছোট্ট একটা স্পেলে দুই গোলে এগিয়ে যায় ভ্যাংকুভার। গোল করেন ব্রায়ান হোয়াইট এবং পেদ্রো ভিটে। ৭১ মিনিটে সেবাস্তিয়ান বারহল্টারের গোল ভ্যাংকুভারের জয় নিশ্চিত করে।

অন্যদিকে, জাপানি ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেল ১০ মিনিটেই এগিয়ে যায় কাওয়াসাকি। গোল করেন তাতসুয়া ইতোর। ২৮ মিনিটে আল নাসেরকে সমতায় ফেরান সাদিও মানে। ৪১ মিনিটে ইউটো ওজেকি এগিয়ে দেন কাওয়াসাকিকে। ৭৬ মিনিটে জাপানি ক্লাবের হয়ে গোল করেন আকিহিরো এনাগা। ৮৭ মিনিটে আল নাসেরের পক্ষে আয়মান ইয়াহিয়া গোল করলেও ততক্ষণে অবশ্য অনেকটাই দেরি হয়ে গিয়েছে। শেষমেশ ২-৩ গোলে হেরে যাত্রা শেষ হয় রোনাল্ডোর দলের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement