ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি? তাঁকে কি ফের আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে? কাতারে বিশ্বজয়ী হওয়ার রাত থেকেই এই প্রশ্নটা উঠছে। শুরুর দিকে অতটা আশাব্যঞ্জক উত্তর পাওয়া না গেলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ মার্কেটিং অফিসার লিয়ানড্রো পিটারসেন নিশ্চিত করেছেন, আগামী বছর ফিফা বিশ্বকাপে খেলবেন মেসি। কেবল খেলবেনই না, অধিনায়কত্বও করবেন।
‘ক্লাস ইজ পার্মানেন্ট’। বহু প্রচলিত এই প্রবাদ যেন লিওনেল মেসির সমার্থক। এই তো কিছুদিন আগেই মেজর লিগ সকারে ফিরিয়েছিলেন ১৮ বছর আগের ‘আঙ্কারা মেসি’র স্মৃতি। এরপর টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে অনন্য নজির গড়েছিলেন। বয়সের সঙ্গে সঙ্গে যেন তাঁর বাঁ-পায়ের জাদু যেন বেড়েই চলেছে। তার সাক্ষী থাকছে গোটা ফুটবলবিশ্ব। পিটারসেন বলেন, “মেসি শারীরিকভাবে দারুণ অবস্থায় রয়েছে। ওর এই মরশুমটা খুব ভালো কেটেছে। আশা করি, ওর অধিনায়কত্বেই বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা। আমার দৃঢ় বিশ্বাস, টুর্নামেন্টের অন্যতম সেরা ফুটবলারও হবে মেসি।”
মেসি মেজর লিগ সকারের শেষ সাত ম্যাচের ছ’টিতে জোড়া গোল করে নজির গড়েছেন। ২৯টি ম্যাচে ২৪টি গোল করেছেন। ৮টি অ্যাসিস্টও রয়েছে তাঁর। জানা গিয়েছে, আগামী বিশ্বকাপে তাঁকে দলে রেখেই ছক সাজাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সূত্রের খবর, ইন্টার মায়ামি ছেড়ে বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবে সারতে ফের নাকি ইউরোপের ক্লাবে ফিরতে চলেছেন এলএম১০।
কিছুদিন আগে তাঁকে প্রাক্তন সতীর্থ, বর্তমানে ইটালির সিরি এ ক্লাব কোমোর পরিচালক সেস্ক ফ্যাব্রেগাসের বাড়িতে দেখা গিয়েছিল। এরপর থেকেই মেসির ইউরোপ ফেরার ব্যাপারে জল্পনা বেড়েছে। কিন্তু ঘটনা হল ইউরোপ ছাড়ার পর ইউরোপিয়ান ফুটবল নিয়ে অবস্থানও এতদিন অনেকটা বদলেছে মেসির। অন্যদিকে, আসন্ন বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা। তাই প্রশ্ন উঠছে, বিশ্বকাপের আগে কি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি সহজে ছাড়তে চাইবে মেসিকে? কারণ তাঁকে দিয়ে বিশ্বকাপের প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে মেজর লিগ সকার কর্তৃপক্ষের। যদিও এসবের মাঝে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ মার্কেটিং অফিসারের কথায় মুখে হাসি ফুটবে মেসি সমর্থকদের। তাঁরা তাঁদের স্বপ্নের নায়ককে বিশ্বকাপের মঞ্চে ফের একবার দেখার জন্য উন্মুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.