সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে ইন্টার মায়ামিকে জেতাতে পারলেন না লিওনেল মেসি। মিশরের ক্লাব আল আহলির সঙ্গে ম্যাচ শেষ হল গোলশূন্য ড্র দিয়ে। বরং গোটা ম্যাচে নজর কাড়লেন দু’দলের গোলকিপার। পেনাল্টি মিস করেন আল আহলির স্ট্রাইকার ত্রেজেগুয়ে।
এবার ৩২টি দল নিয়ে বসেছে ক্লাব বিশ্বকাপের আসর। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী দিয়ে শুরু হল মেগা টুর্নামেন্ট। সমস্ত আশঙ্কা উড়িয়ে গোটা স্টেডিয়াম ভর্তিও ছিল। কিন্তু শেষ পর্যন্ত ঘরের মাঠে জয়ের মুখ দেখল না মেসি-সুয়ারেজের দল। শুরু থেকে দাপট ছিল আল আহলিরই। তাদের একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। একাধিকবার বল জমা করে মায়ামির গোলকিপার উস্তারির হাতে।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আল আহলি। কিন্তু ত্রেজেগুয়ের শট ডানদিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন উস্তারি। ফিরতি বলেও জালে বল জড়াতে পারেননি মহম্মদ সালাহর দেশের স্ট্রাইকার। গোটা ম্যাচে মোট ৮টি সেভ করেন ৩৮ বছর বয়সি আর্জেন্টিনীয় গোলকিপার। দ্বিতীয়ার্ধে বরং কিছুটা আগ্রাসী ফুটবল খেলেন মেসিরা। তবে এবার বাধা হয়ে দাঁড়ালেন আল আহলির গোলকিপার মহম্মদ আল শেনাউই। একের পর এক আক্রমণ প্রতিহত করেন তিনি। মেসির অনবদ্য ফ্রিকিকও জালে জড়ায়নি। শেষ পর্যন্ত কোনও দলই গোলের মুখ দেখেনি।
ক্লাব বিশ্বকাপের এ গ্রুপে আছে ইন্টার মায়ামি। এই গ্রুপে আল আহলি ছাড়াও আছে পর্তুগালের ক্লাব পোর্তো ও ব্রাজিলের ক্লাব পালমেইরাস। এই ম্যাচ ড্র হওয়ায় পরের পর্বে যাওয়ার রাস্তা কঠিন হল মেসির ক্লাবের জন্য।
It ends all square in the opener 🤝
— FIFA Club World Cup (@FIFACWC)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.