ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দলবদল নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল। শোনা গিয়েছিল, তিনি নাকি লিভারপুল ছেড়ে সৌদি প্রো লিগে নাম লেখাতে চলেছেন। যদিও সে সব গুঞ্জন মিথ্যে প্রমাণিত করে লিভারপুলেই থেকে যাচ্ছেন মহম্মদ সালাহ। ‘রেডস’-এর পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
সোশাল মিডিয়ায় সালাহর একটা ছবি পোস্ট করে লিভারপুল লেখে, ‘আমাদের মিশরীয় রাজা।’ জানা গিয়েছে, লিভারপুলের সঙ্গে তাঁর দু’বছরের জন্য চুক্তি নবীকরণ হয়েছে। অর্থাৎ ২০২৭ পর্যন্ত তিনি লিভারপুলে থাকছেন। সালাহ জানিয়েছেন, “লিভারপুলে থাকতে পেরে ভীষণ খুশি। এখানে চুক্তি নবীকরণ করেছি। এই ক্লাবের হয়ে আরও অনেক ট্রফি জিততে পারব বলে বিশ্বাস।”
তাঁর সংযোজন, “আমি এখানে আট বছর খেলেছি। দু’বছরের জন্য চুক্তি বাড়াচ্ছি। তাই দু’বছর পর লিভারপুলে আমার ১০ বছর হবে। এই ক্লাবে খেলতে ভালোবাসি। নিজের জীবন এবং ফুটবলটা এখানেই উপভোগ করেছি। কেরিয়ারের সেরা সময় এখানেই কাটিয়েছি।”
চলতি মরশুমে দারুণ ফর্মে দেখা গিয়েছে সালাহকে। ৩২টি গোল করেছেন। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন তিনি। এরপর রেডসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ-সহ ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন তিনি। সালাহ লিভারপুলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। ৩৯৩ ম্যাচে তাঁর গোল সংখ্যা ২৪৩। যদিও প্রিমিয়ার লিগে গোল করার ক্ষেত্রে তিনি শীর্ষস্থানে। ২৮৩ ম্যাচে ১৮২ গোল রয়েছে তাঁর।
Our Egyptian King 👑
— Liverpool FC (@LFC)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.