ফাইল ছবি
মহমেডান- ৩ (জোসেফ ২, অউসমানে)
ভবানীপুর- ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে ভবানীপুরকে ৩-০ গোলে হারিয়ে দিল মহমেডান স্পোর্টিং (Mohammedan SC)। জোড়া গোল করেন মার্কাস জোসেফ। এই ম্যাচে জয় পেয়ে কলকাতা লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল তারা। চলতি মরশুমের প্রথম থেকেই বেশ ভাল ফর্মে রয়েছে তারা। কলকাতার একমাত্র ক্লাব হিসাবে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠেছিল তারা। রবিবারের ম্যাচেও ভাল খেলার ধারাবাহিকতা বজায় রাখল মহমেডান। বেশ ভাল খেলেও শেষ পর্যন্ত হার মানতে হল ভবানীপুরকে।
Full Time : Mohammedan SC 3️⃣ – 0️⃣ Bhawanipore FC ⚫️⚪️
Marcus Joseph’s brace and Ousmane N’Diaye’s header keep intact at the CFL 2022 🔝 position 💪🏻 | | |
— Mohammedan SC (@MohammedanSC)
ম্যাচের প্রথম মিনিট থেকেই বিপক্ষের বক্সে আক্রমণ শানাতে থাকে মহমেডান ফরোয়ার্ডরা। ২১ মিনিটের মাথায় সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত মহমেডানের ভাগ্য খোলে প্রথমার্ধের একস্ট্রা টাইমে। হাফ টাইম হওয়ার ঠিক আগের মুহূর্তে গোল করেন মার্কাস। ডানদিকের উইং থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান মহমেডান ফরোয়ার্ড। গোলকিপারকে বোকা বানিয়ে নিমেষে জালে জড়িয়ে যায় বল।
এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে মহমেডান। এগিয়ে থাকা সত্বেও একেবারেই রক্ষণাত্মক মানসিকতার ছাপ পড়েনি মহমেডানের খেলায়। বেশ কয়েকটি গোলের সুযোগও নষ্ট করে তারা। ৬৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ফের গোল করেন জোসেফ।
মাত্র চার মিনিট পরেই ম্যাচের তৃতীয় গোলটি করেন অউসমানে। ৭২ মিনিটে দুরন্ত একটি হেড মেরে গোল করেন তিনি। ম্যাচের কোনও সময়েই সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারনি ভবানীপুর। আপাতত কলকাতা লিগের শীর্ষে রয়েছে মহমেডান স্পোর্টিং। যেভাবে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে সাদাকালো ব্রিগেড, তাতে লিগ (Calcutta League) জয়ের স্বপ্ন দেখতেই পারেন সমর্থকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.