Advertisement
Advertisement

Breaking News

Mohammedan SC

অবনমন রাউন্ডের ম্যাচে সহজ জয়, রেলকে বেলাইন করে আশার আলো দেখছে মহামেডান

দুর্দান্ত ফুটবল উপহার দিল সাদা-কালো ব্রিগেড।

Mohammedan SC defeated Railway FC in the relegation round match in CFL
Published by: Prasenjit Dutta
  • Posted:September 13, 2025 5:20 pm
  • Updated:September 13, 2025 5:33 pm   

মহামেডান: ৬ (অ্যাডিশন ২, সাকা, সামাদ, শিবা, লালরোথাঙ্গা)
রেলওয়ে এফসি: ১ (প্রশান্ত দাস)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত মহামেডানের সামনে দিশাহীন ফুটবল রেলওয়ে এফসি’র। কলকাতা প্রিমিয়ার লিগের অবনমন রাউন্ডে শনিবার মহামেডানের প্রতিপক্ষ ছিল রেলওয়ে এফসি। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে রেলকে কার্যত বেলাইন করে ৬-১ জয় ছিনিয়ে নিলেন সজল বাগ, অ্যাডিসন সিংরা।

এদিন প্রথম থেকেই প্রেসিং ফুটবল খেলতে দেখা যায় সাদা-কালো ব্রিগেডকে। তবে মাঝে মাঝেই আক্রমণে উঠে আসছিলেন রেলওয়ে ফুটবলাররা। ১৪ মিনিটে ম্যাচের প্রথম কর্নার আদায় করে নেয় তারা। ১৬ মিনিটে এগিয়েও যেতে পারত রেলওয়ে। কোনও ক্ষেত্রেই কোনও গোল হয়নি।

এর পরপরই মাঝমাঠের নিয়ন্ত্রণ চলে যায় সাদা-কালো ফুটবলারদের কাছে। ২০ মিনিটে শিবা মাণ্ডির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর ঠিক পরের মিনিটেই চমৎকার থ্রু বল থেকে মহামেডানকে এগিয়ে দেন অ্যাডিশন সিং। ২৫ মিনিটে সাকার গোলে ব্যবধান দ্বিগুণ করে মহামেডান। ২-০ লিড নিয়ে বিরতিতে যায় মহামেডান।

দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নামেন মহামেডান ফুটবলাররা। ৫৮ মিনিটে অ্যাডিশনের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সাদা-কালো। ৭২ মিনিটে গোল বামিয়া সামাদের। ৮৭ মিনিটে শিবা মাণ্ডির গোলে ৫-০ গোলে এগিয়ে যায় মেহরাজউদ্দিন ওয়াড়ুর ছেলেরা। ৮৮ মিনিটে রেলওয়ে এফসি’র হয়ে ব্যবধান কমান প্রশান্ত দাস। যদিও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯০+২) মহামেডানের হয়ে ষষ্ঠ গোল করেন লালরোথাঙ্গা। শেষমেশ রেলওয়েকে ৬-১ গোলে হারিয়ে কলকাতা প্রিমিয়র লিগ থেকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে আশার আলো দেখছে সাদা-কালো ব্রিগেড। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ