সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হারের ধারা অব্যাহত মহামেডান শিবিরে। কলকাতা লিগে এবার পিয়ারলেসের কাছেও পরাস্ত হল সাদা-কালো ব্রিগেড। ম্যাচের ঠিক চব্বিশ ঘণ্টা আগে ক্লাব তাঁবুতে শ’খানেক সাদা-কালো সমর্থক ডেপুটেশন দিতে এসে স্লোগান তুলে গিয়েছিলেন।
এমন টালমাটাল পরিস্থিতিতে নৈহাটি স্টেডিয়ামে নেমেছিলেন মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। কিন্তু গোটা ম্যাচে নির্বিষ ফুটবল খেলে মহামেডান। অন্যদিকে, ছয় ম্যাচ খেলে তিনটে জয় তিনটে ড্রয়ের ফলে এই ম্যাচে ফেভারিট হিসেবে শুরু করেছিল পিয়ারলেস। এদিন জয়ের ফলে তারা কলকাতা লিগে চারটি ম্যাচ জিতল।
মনোরঞ্জন সিংয়ের গোলে জয় পায় পিয়ারলেস। এই পরাজয়ের ফলে মহামেডান লিগ টেবলের সব শেষে দাঁড়িয়ে। তাদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। বিশ্রী এই ফলাফল দেখে মহামেডান সমর্থকদের প্রশ্ন, সাদা-কালো শিবিরে আঁধার কবে কাটবে? ম্যাচের আগে মহামেডান কোচ বলেছিলেন, “ডুরান্ডে ছেলেরা যা খেলেছে তাতে তাদের আত্মবিশ্বাস বেড়েছে। হয়তো জয় পাইনি, সেটা অনভিজ্ঞতার জন্য। আশা করি সোমবার আমরা ঘুরে দাঁড়াব এই ম্যাচ থেকে।” কিন্তু ঘুরে দাঁড়ানো তো দূরের ব্যাপার, ছ’টি ম্যাচ খেলে ফেললেও এখনও পর্যন্ত ঘরোয়া লিগে জয়ের দেখা পেল না মহামেডান। তারমধ্যে পাঁচটি ম্যাচেই হারের সামনে পড়তে হল সজল বাগদের। একটি মাত্র ম্যাচে ড্র এসেছে। সোমবার প্রথম একাদশে চোট কাটিয়ে উপেন টুডু ফিরলেও পরাজয়ের ‘ফাঁড়া’ কাটাতে পারল না মহামেডান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.