Advertisement
Advertisement
Durand Cup

শেষ মুহূর্তে গোল হজমে মহামেডানের স্বপ্নভঙ্গ, ডুরান্ড অভিষেকেই জয়ী ডায়মন্ড হারবার

সোমবারই প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নেমেছিল ডায়মন্ড হারবার এফসি।

Mohammedan SC lost, Diamond Harbor FC lost in Durand Cup
Published by: Anwesha Adhikary
  • Posted:July 28, 2025 9:18 pm
  • Updated:July 28, 2025 9:55 pm   

ডায়মন্ড হারবার এফসি: ২ (রুয়াতকিমা, মাজসেন)

Advertisement

মহামেডান: ১ (আদিসন)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামেডানের দুঃসময় অব্যাহত। কলকাতা লিগে ধারাবাহিক ব্যর্থতার পর এবার ডুরান্ডের প্রথম ম্যাচেও হারল সাদাকালো ব্রিগেড। একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারল মহামেডান। অন্যদিকে,  নিজেদের প্রথম ম্যাচেই জিতে গেল ডায়মন্ড হারবার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একেবারে শেষ মুহূর্তে গিয়ে জয় নিশ্চিত করল ডায়মন্ড হারবার। 

ডায়মন্ড হারবারের যুব দলের কাছেই কিছুদিন আগে ঘরোয়া লিগে হেরেছেন মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। সোমবার পূর্ণশক্তির দল নিয়ে মহামেডানের বিরুদ্ধে খেলতে নামে ডায়মন্ড হারবার। আই লিগে ওঠা বাংলার দলটি এবারই প্রথম ডুরান্ড খেলছে। তাদের বেঞ্চে ছিলেন অভিজ্ঞ কোচ কিবু ভিকুনা। সেখানে মহামেডান বিদেশিহীন। তার উপর ডিফেন্ডার উপেন টুডুর চোট। একঝাঁক তরুণের উপরই ভরসা রেখে এদিন মাঠে নেমেছিল মহামেডান।

তবে হাজারো সমস্যায় জর্জরিত হলেও এদিন মাঠে নেমে দাপিয়ে খেলেছে সাদাকালো ব্রিগেড। দুই দল একের পর এক গোলের সুযোগ তৈরি করলেও প্রথম গোল করে মহামেডানই। ৩৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আদিসন। হাফটাইমের সময় পর্যন্ত এগিয়ে থেকেই মাঠ ছাড়ে মেহরাজউদ্দিনের ছাত্ররা।

বিরতির পর ধীরে ধীরে ম্যাচের রাশ নিতে থাকে ডায়মন্ড হারবার। ৫১ মিনিটে গোল শোধ করেন রুয়াতকিমা। তারপরেও এগিয়ে যাওয়ার বহু সুযোগ ছিল মহামেডানের কাছে। কিন্তু সেগুলি কাজে লাগাতে পারেননি স্ট্রাইকাররা। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ ছিল স্কোরলাইন। ১০ মিনিটের সংযুক্ত সময়ে গোল করেন ডায়মন্ড হারবারের লুকা মাজসেন। ওই গোলেই ম্যাচ নিশ্চিত করে ডায়মন্ড হারবার। বিদেশিহীন মহামেডানের দাঁতে দাঁত চাপা লড়াই ব্যর্থ হয়ে যায় শেষ মুহূর্তের গোলে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ