Advertisement
Advertisement
Mohammedan SC

কলকাতা লিগে বেহাল অবস্থা! এবার রেনবোর কাছেও পরাস্ত মহামেডান স্পোর্টিং

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গিয়েছিল সাদা-কালো ব্রিগেড।

Mohammedan SC lost to ASOS Rainbow in the CFL

ছবি সোশাল মিডিয়া

Published by: Prasenjit Dutta
  • Posted:July 25, 2025 5:41 pm
  • Updated:July 25, 2025 5:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে বেহাল অবস্থা মহামেডান স্পোর্টিং ক্লাবের। এবার রেনবোর কাছেও ১-২ গোলে হারতে হল সাদা-কালো ব্রিগেডকে। কলকাতা লিগের গত ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে ০-১ গোলে পরাজিত হয়েছিল তারা। এ ম্যাচে মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা জয়ের সরণিতে ফিরতে পারেন কি না, সেটাই ছিল দেখার। কিন্তু শেষপর্যন্ত হতাশ করলেন বৈদ্যনাথ মুর্মু, সজল বাগরা। 

Advertisement

শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে শুরু থেকে খারাপ খেলেনি মহামেডান। যদিও রেনবোও ছেড়ে কথা বলেনি। প্রতিপক্ষের খেলার গতি বুঝে তারাও আক্রমণে উঠে আসছিল। যদিও প্রথমার্ধে কোনও পক্ষই কোনও গোল দিতে পারেনি। দুই দলই বিরতিতে যায় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মহামেডানকে এগিয়ে দেন শিবা মাণ্ডি। তাঁকে অনবদ্য ক্রস বাড়িয়েছিলেন সাদা-কালো অধিনায়ক সজল বাগ। গোলের পর আরও উজ্জীবিত ফটবল খেলতে থাকেন মহামেডান ফুটবলাররা। বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেখান থেকে গোল আসেনি।

৭৬ মিনিট পর্যন্ত এগিয়েই ছিল মহামেডান। কিন্তু এরপরেই পুরনো রোগে ভুগতে দেখা যায় সাদা-কালো ফুটবলারদের। রেনবোকে ৭৭ মিনিটে সমতায় ফেরান সৌভিক ঘোষাল। ৮২ মিনিটে রেনবোর হয়ে স্কোরলাইন দ্বিগুণ করেন অমরনাথ বাস্কে। মহামেডান কবে জয়ে ফিরবে? কেনই বা তাদের হাল এমন বেহাল? সোশাল মিডিয়ায় সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন সমর্থকরা। কলকাতা লিগের অপর ম্যাচে এরিয়ান ক্লাব ৩-১ গোলে হারিয়ে দিয়েছে সাদার্ন সমিতিকে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement