ছবি সোশাল মিডিয়া
উয়াড়ি: ২ (সাকির, রাকেশ)
মহামেডান: ১ (আদিসন)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে পরপর দু’ম্যাচে জয় পেয়ে ক্রমতালিকায় কিছুটা উন্নতি ঘটিয়েছিল মহামেডান স্পোর্টিং। তাদের লক্ষ্য ছিল উয়াড়িকে হারিয়ে অবনমন আতঙ্ক কাটানো। যদিও মহামেডানের পরের স্থানে থাকা দলের কাছে ১-২ ব্যবধানে হেরে জয়ের হ্যাটট্রিকের সুযোগ হারালেন মেহরাজউদ্দিনের ছেলেরা।
এদিন খেলা দেখে মনে হয়নি, আগের দু’টো ম্যাচ জিতে নৈহাটি স্টেডিয়ামে নেমেছিল সাদা-কালো বাহিনী। বেশ কিছুটা অগোছালো ফুটবল খেলে মহামেডান। সেই সুযোগ কাজে লাগিয়ে উয়াড়িকে এগিয়ে দেন সাকির আলি। এরপর উজ্জীবিত ফুটবল উপহার দেন পতম বাহাদুর থাপার ছেলেরা। যদিও প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যান আদিসন, ম্যাক্সিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে মহামেডানের জন্য ছবিটা বদলায়নি। উলটো দিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায় উয়াড়ি। গোলদাতা রাকেশ কাপুরিয়া। এরপর ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে মহামেডান। ৭৫ মিনিট পর আদিসন সিংয়ের গোলে ব্যবধান কমিয়ে খেলায় ফেরে সাদা-কালো। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। শেষমেশ উয়াড়ির বিরুদ্ধে ১-২ গোলে পরাস্ত হয় মহামেডান।
সাদার্ন সমিতিকে হারিয়ে চলতি কলকাতা লিগে প্রথম জয় পেয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। পরে শ্রীভূমির বিরুদ্ধে জয়ের সেই ধারা অব্যাহত রেখেছিলেন মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। শক্তিশালী শ্রীভূমিকে ৩-১ গোলে হারিয়ে আরও তিন পয়েন্ট ঘরে তুলে নেয় সাদা-কালো ব্রিগেড। তবে, উয়াড়ির বিরুদ্ধে হেরে টানা তৃতীয় জয়ের লক্ষ্যে নামা মহামেডান হোঁচট খেল। লিগের অপর একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল সাদার্ন সমিতি এবং রেনবো এসি। খেলাটি গোলশূন্য ড্র হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.