Advertisement
Advertisement
Mohammedan SC

এখনও কাটেনি জট, ইনভেস্টর চেয়ে ফের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন মহামেডানের

তাঁদের আবেদন, মহামেডানের জন্য ইনভেস্টরের ব্যবস্থা করে দিন মুখ্যমন্ত্রী।

Mohammedan SC office bearers write to CM Mamata Banerjee again

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:October 17, 2025 12:05 pm
  • Updated:October 17, 2025 12:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিলেন মহামেডান কর্তারা। বৃহস্পতিবার দুপুরে তাঁর বাড়িতে চিঠি দিয়ে আসেন তাঁরা। ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি ও সচিব ইস্তিয়াক আমেদ রাজুর সই করা চিঠিতে ইনভেস্টর না পাওয়ার বিষয়টি নিয়ে আবেদন করেছেন সাদা-কালো কর্তারা। তাঁদের আবেদন, মহামেডানের জন্য ইনভেস্টরের ব্যবস্থা করে দিন মুখ্যমন্ত্রী।

Advertisement

বর্তমানে মহামেডানের বেহাল দশা। ঘরোয়া লিগে খুবই খারাপ পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল মহামেডানকে। অবনমনের আশঙ্কা থেকে তারা বেরিয়ে এসেছে একেবারে শেষ মুহূর্তে। দলের ওপর রেজিস্ট্রেশন ব্যান চাপিয়েছে ফিফা। ইনভেস্টর চলে যাওয়ার পর এখনও পর্যন্ত নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করতে পারেনি সাদা-কালো কর্তারা। ডুরান্ড কাপেও উল্লেখযোগ্য ফলাফল ছিল না। রেজিস্ট্রেশন ব্যান না উঠলে ভালো দলও গঠন করতে পারবেন না তারা। এই পরিস্থিতিতে ইনভেস্টার সমস্যার জট মেটানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন মহামেডান কর্তারা।

এই প্রথম নয়। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীকে আরও একটি চিঠি দিয়েছিলেন মহামেডান কর্তারা। ইনভেস্টার সমস্যায় জর্জরিত মহামেডান শীর্ষ কর্তারা কয়েকদিন আগেই ট্রাস্টির কাছে পদত্যাগ করে পদ ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে ট্রাস্টি সেই পদত্যাগ গ্রহণ করেনি। আইএসএলের আগে ইনভেস্টর জোগাড় করতে না পারলে সমস্যা বাড়বে আরও। আইএসএল খেলা সমস্যার হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতিতে ইনভেস্টার সমস্যার জট মেটানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন মহামেডান কর্তারা। ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস ও বিলাল আহমেদ গিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন।

গত ১২ অক্টোবরে চিঠিতে মহামেডানের তরফে জানানো হয়, “ইনভেস্টার ছাড়া আইএসএলে খেলা যাবে না। যদি ইনভেস্টারের ব্যবস্থা না করা যায়, তাহলে কার্যকরী কমিটির সকলে পদত্যাগ করে দায়িত্ব ট্রাস্টিকে দিয়ে দেব। হাতে সময় কম আছে। তার মধ্যে সমস্যার সমাধান করতে হবে। আমরা চেষ্টা করছি। তারপর যদি ট্রাস্টি সিদ্ধান্ত নেয়, তাহলে নতুন লোক আসুক। যদি আমরা না করতে পারি, তাহলে অন্য কেউ করুক।” কিন্তু এখনও সমস্যা মেটার সম্ভাবনা দেখা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ