Advertisement
Advertisement
Mohammedan SC

‘ইনভেস্টার না আনতে পারলে সকলের পদত্যাগ’, সিদ্ধান্ত মহামেডান সভাপতির, ফের দ্বারস্থ মুখ্যমন্ত্রীর

সুপার কাপে নিজেদের টাকা দিয়েই দলকে পাঠাবেন মহামেডান কর্তারা।

Mohammedan SC officials are seeking help from CM Mamata Banerjee and decide to resign if can't bring investor
Published by: Arpan Das
  • Posted:October 12, 2025 7:13 pm
  • Updated:October 12, 2025 7:13 pm   

প্রসূন বিশ্বাস: সামনেই সুপার কাপ। ইনভেস্টর নেই। মহামেডান কর্তারা নিজেরাই অর্থ দিয়ে সুপার কাপ খেলতে পাঠাবে দলকে। কিন্তু আইএসএলের ক্ষেত্রে কী হবে? ইনভেস্টার জট কাটাতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন সাদা-কালো ব্রিগেডের কর্তারা। সেই সঙ্গে মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববির সিদ্ধান্ত, যদি তাঁরা ইনভেস্টারের ব্যবস্থা না করতে পারেন, তাহলে পুরো কমিটি পদত্যাগ করে ক্ষমতা ট্রাস্টির হাতে তুলে দেবে।

Advertisement

ঘরোয়া লিগে খুবই খারাপ পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল মহামেডানকে। অবনমনের আশঙ্কা থেকে বেড়িয়ে এসেছে একেবারে শেষ মুহূর্তে। দলের ওপর রেজিস্ট্রেশন ব্যান চলছে। ইনভেস্টর চলে যাওয়ার পর এখনও পর্যন্ত নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করতে পারেনি সাদা-কালো কর্তারা। ডুরান্ড কাপেও উল্লেখযোগ্য ফলাফল ছিল না। রেজিস্ট্রেশন ব্যান না উঠলে ভালো দলও গঠন করতে পারবেন না তারা।

এই পরিস্থিতিতে ইনভেস্টার সমস্যার জট মেটানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল মহামেডান কর্তারা। ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস ও বিলাল আহমেদ গিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন। সেখানে সই আছে সভাপতি, কার্যকরী সভাপতি কামারুদ্দিন আহমেদ ও সচিব ইস্তেয়াক আহমেদের। ক্লাব সভাপতি বলেন, “ইনভেস্টার ছাড়া আইএসএলে খেলা যাবে না। যদি ইনভেস্টারের ব্যবস্থা না করা যায়, তাহলে কার্যকরী কমিটির সকলে পদত্যাগ করে দায়িত্ব ট্রাস্টিকে দিয়ে দেব। হাতে সময় কম আছে। তার মধ্যে সমস্যার সমাধান করতে হবে। আমরা চেষ্টা করছি। তারপর যদি ট্রাস্টি সিদ্ধান্ত নেয়, তাহলে নতুন লোক আসুক। যদি আমরা না করতে পারি, তাহলে অন্য কেউ করুক।”

আইএফএ শিল্ডেও খেলছে না মহামেডান। সুপার কাপে খেলা নিয়ে প্রাথমিকভাবে জটিলতা থাকলেও তা মিটেছে। কিন্তু আইএসএল খেলার জন্য ইনভেস্টার প্রয়োজন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত সেই সমস্যা মিটিয়ে ফেলতে চায় মহামেডান কর্তারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ