Advertisement
Advertisement
Durand Cup

আজ ডুরান্ড অভিযান শুরু মহামেডানের, পূর্ণশক্তির দল নিয়ে নামছে ডায়মন্ড হারবার

আই লিগে ওঠা বাংলার ডায়মন্ড হারবার প্রথম ডুরান্ড খেলবে।

Mohammedan SC to face Diamond Harbour FC in Durand Cup
Published by: Prasenjit Dutta
  • Posted:July 28, 2025 10:25 am
  • Updated:July 28, 2025 10:25 am   

স্টাফ রিপোর্টার: মহামেডানের সময়টা সত্যিই খুব একটা ভালো যাচ্ছে না। অন্যবার ডুরান্ড কাপে নামার চব্বিশ ঘণ্টা আগে সাদা-কালো সমর্থকরা অনুশীলনে আসতেন ফুটবলারদের উৎসাহ দিতে। সেখানে রবিবার যখন মহামেডান দল অনুশীলন করছিল তখন কয়েকশো সমর্থক ক্লাব তাঁবুতে বিক্ষোভ দেখালেন এবার কলকাতা লিগের ম্যাচে টানা খারাপ ফলের জন্য। অন্যদিকে, নিজেদের প্রথম ডুরান্ডে পূর্ণশক্তির দল নিয়ে নামতে চলেছে ডায়মন্ড হারবার এফসি।

Advertisement

সোমবার ডায়মন্ড হারবার এফসি’র বিরুদ্ধে ডুরান্ড কাপে অভিযান শুরু করতে চলেছে মহামেডান। এই ডায়মন্ড হারবারের যুব দলের কাছেই কিছুদিন আগে ঘরোয়া লিগে হেরেছেন মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। সোমবার পূর্ণশক্তির দল নিয়ে মহামেডানের বিরুদ্ধে খেলতে নামবে ডায়মন্ড হারবার। আই লিগে ওঠা বাংলার দলটি এবারই প্রথম ডুরান্ড খেলবে। তাদের বেঞ্চে থাকবেন অভিজ্ঞ কোচ কিবু ভিকুনা। সঙ্গে দলে থাকার সম্ভবনা তিন বিদেশি লুকা মায়সেন, ক্লেটন সিলভেইরা ও মিকেলের। সেখানে মহামেডান বিদেশিহীন। তার উপর ডিফেন্ডার উপেন টুডুর চোট। একঝাঁক তরুণের উপরই ভরসা রাখছেন কোচ মেহরাজউদ্দিন।

মহামেডান ম্যাচে নামার আগে রবিবার ডায়মন্ড হারবার কোচ কিবু বলেন, “মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামব। ওরা আইএসএলের দল। হালকাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই।” দু’দিন হল লুকা যোগ দিয়েছেন ডায়মন্ড হারবারের অনুশীলনে। তাঁকে নিয়ে কিবু বলেন, “লুকা ফিট প্লেয়ার। অনুশীলনের মধ্যেই রয়েছে। ক’জন বিদেশি প্রথম একাদশে থাকবে তা স্থির করিনি। তবে সেরা দলই নামাব।”

অন্যদিকে লুকা নিজে বলেন, “ডায়মন্ড হারবার যখন যোগাযোগ করল, তখন বুঝেছিলাম ওদের লক্ষ্য পরিষ্কার। গত কয়েক মরশুমের ধারাবাহিকতা দেখে সই করার সিদ্ধান্ত নেই। কোচ চাইলে আমি সোমবার খেলার জন্য তৈরি।”

আজ ডুরান্ড কাপে
মহামেডান বনাম ডায়মন্ড হারবার এফসি
যুবভারতী ক্রীড়াঙ্গন
সন্ধ্যা ৭.০০ সোনি স্পোর্টস নেটওয়ার্কে

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ