ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: ঘরোয়া লিগের শেষ দুই ম্যাচে জয় পেয়ে লিগ টেবলের নবম স্থানে উঠে এসেছে মহামেডান স্পোর্টিং। ডুরান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ধরলে এই নিয়ে টানা তিন ম্যাচ জয়ের মুখ দেখেছে মেহরাজউদ্দিনের ছেলেরা। এমন অবস্থায় সোমবার ঘরোয়া লিগে উয়াড়ির বিরুদ্ধে নামছেন সাকারা। এই মুহূর্তে উয়াড়িও খুব ভালো অবস্থায় নেই। লিগ টেবলে মহামেডানের ঠিক পরের স্থানেই রয়েছে পতম বাহাদুর থাপার ছেলেরা।
উয়াড়ির বিরুদ্ধে নামার আগে মহামেডান কোচ মেহরাজউদ্দিন বলেন, “দলের ফুটবলারদের মোটিভেশন ভালো আছে। গত ম্যাচে ছেলেরা খুব ভালো খেলেছে। টেবিলের এমন জায়গায় আমরা রয়েছি, রেলিগেশনের সম্ভাবনা এখনও উকি মারছে। সোমবারের ম্যাচ আমাদের কাছে খুবই চ্যালেঞ্জিং। অবনমনের আওতা থেকে দলকে বার করে আনা আমাদের প্রথম লক্ষ্য।” টানা তিন ম্যাচ জিতে ড্রেসিংরুমের পরিবেশও ভালো হয়েছে বলে মনে করছেন মেহরাজ। দলে বড় চোট আঘাত নেই।
সাদার্ন সমিতিকে হারিয়ে চলতি কলকাতা লিগে প্রথম জয় পেয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। পরে শ্রীভূমির বিরুদ্ধে জয়ের সেই ধারা অব্যাহত রেখেছিলেন মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। শক্তিশালী শ্রীভূমিকে ৩-১ গোলে হারিয়ে আর তিন পয়েন্ট ঘরে তুলে নেয় সাদা-কালো ব্রিগেড। এবার টানা তৃতীয় জয়ের লক্ষ্যে নামছে মহামেডান।
মহামেডান বনাম উয়াড়ি
নৈহাটি স্টেডিয়াম, দুপুর ৩.০০
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.