Advertisement
Advertisement
Mohammedan SC

এড়ানো গেল না ‘লজ্জা’! ইউনাইটেড কলকাতার সঙ্গে ড্রয়ে অবনমন পর্বে খেলবে মহামেডান

কলকাতা পুলিশকে হারিয়ে রেলিগেশন রাউন্ডে খেলার লজ্জা এড়াল এরিয়ান।

Mohammedan SC will play in the relegation round of the CFL

ছবি মহামেডান সোশাল মিডিয়া।

Published by: Prasenjit Dutta
  • Posted:September 5, 2025 5:56 pm
  • Updated:September 5, 2025 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার বারাকপুরে মহামেডান নেমেছিল অবনমন রাউন্ডে খেলার লজ্জা এড়ানোর লক্ষ্যে। তাদের প্রতিপক্ষ ছিল ইউনাইটেড কলকাতা, যারা আগেই সুপার সিক্সে চলে গিয়েছে। যদিও এই ম্যাচে হতাশ করলেন সাদা-কালো ফুটবলাররা। ১-১ অবস্থায় খেলা শেষ হওয়ায় সাদা-কালো ব্রিগেডকে খেলতে হবে রেলিগেশন রাউন্ডে। অন্যদিকে, কলকাতা পুলিশকে হারিয়ে রেলিগেশন রাউন্ডে খেলার লজ্জা এড়াল এরিয়ান। 

Advertisement

ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে মহামেডানের লড়াই ছিল রীতিমতো ‘ডু অর ডাই’। যদিও প্রত্যাশামতো খেলতে পারলেন না আদিসন, ম্যাক্সিয়নরা। প্রথমার্ধেই পিছিয়ে পড়ে মহামেডান। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রবল চেষ্টা করেন মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। একাধিকবার আক্রমণ শানাতে থাকেন মহামেডান ফুটবলাররা।

৫৫ মিনিটে লালঙ্গাইলসাকার গোলে সমতায় ফেরে তারা। এরপর বেশ কিছু সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি মহামেডান। রক্ষণ আঁটসাঁট রেখেছিলেন ইউনাইটেড কলকাতার ফুটবলাররা। রক্ষণের সেই ‘ব্যূহ’ টপকে কাঙ্ক্ষিত গোল করতে পারেনি সাদা-কালো। শেষমেশ খেলা ১-১ অবস্থায় শেষ হওয়ায় এবার রেলিগেশন রাউন্ডে খেলতে হবে শতাব্দী প্রাচীন মহামেডান স্পোর্টিংকে।

১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপে দশম স্থানে শেষ করল মহামেডান। সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্টে পৌঁছে রেলিগেশন রাউন্ডে খেলার লজ্জা এড়াল এরিয়ান। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে তাদের ম্যাচ ছিল একধাপ নিচে থাকা কলকাতা পুলিশের বিরুদ্ধে। মনে রাখতে হবে, লিগে ভবানীপুর ও পিয়ারলেসের মতো শক্তিশালী দলকে হারিয়েছে এরিয়ান। রেলিগেশন রাউন্ড খেলতে চলা পুলিশের দলটির বিরুদ্ধে এগিয়ে থেকেই নেমেই দাপুটে ফুটবল খেলে ১-০ গোলে জয় পায় তারা। এরিয়ানের হয়ে জয়সূচক গোল করেন রাজু ওরাওঁ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement