Advertisement
Advertisement
Mohammedan sporting club

নেই ইনভেস্টর, নিজেদের খরচে সুপার কাপে দল পাঠাচ্ছেন মহামেডান কর্তারা

ভারতীয় ফুটবলারদের ওপর আস্থা রেখেই সুপার কাপে দল নামাবে মহামেডান।

Mohammedan sporting club officials to bear teams cost in Super Cup

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:October 12, 2025 1:15 pm
  • Updated:October 12, 2025 1:15 pm   

স্টাফ রিপোর্টার: সামনেই সুপার কাপ। ইনভেস্টর নেই। এমন পরিস্থিতিতে সুপার কাপ খেলতে গেলেও অর্থ প্রয়োজন। শনিবার সুপার কাপ খেলতে যাওয়া নিয়ে নিজেদের মধ্যে বৈঠকে বসেছিলেন মহামেডান কর্তারা। সেখানেই স্থির হয়েছে কর্তারা নিজেরাই অর্থ দিয়ে সুপার কাপ খেলতে পাঠাবে দলকে।

Advertisement

আপাতত হোটেল বুক করে দেওয়া হয়েছে। বিমানের টিকিটও কাটা হয়ে গিয়েছে ফুটবলারদের। পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক হয়েছে, আগামী ১৭ অক্টোবর কলকাতায় আসছেন মহামেডান ফুটবলাররা। তারপর এক সপ্তাহের মতো অনুশীলন করবে দল। প্রস্তুতি সেরে সুপার কাপ খেলতে গোয়া উড়ে যাবেন মহামেডান ফুটবলাররা।

এবার ঘরোয়া লিগে খুবই খারাপ পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল মহামেডানকে। অবনমনের আশঙ্কা থেকে বেড়িয়ে এসেছে একেবারে শেষ মুহূর্তে। দলের ওপর রেজিস্ট্রেশন ব্যান চলছে। ইনভেস্টর চলে যাওয়ার পর এখনও পর্যন্ত নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করতে পারেনি সাদা-কালো কর্তারা। ডুরান্ড কাপেও উল্লেখযোগ্য ফলাফল ছিল না। রেজিস্ট্রেশান ব্যান না উঠলে ভালো দলও গঠন করতে পারবেন না তারা। এই সবের মধ্যেই ভারতীয় ফুটবলারদের ওপর আস্থা রেখেই সুপার কাপে দল নামাবে মহামেডান।

আইএসএল চলাকালীন কোচ, ফুটবলারদের বেতন মেটাননি মহামেডান কর্তারা। আর সেই কারণেই সুপার কাপ শুরুর মুখে ফেডারেশনকে চিঠি দিয়ে এফএসডিএল অনুরোধ করেছিল যাতে মহামেডানকে সুপার কাপে খেলতে না দেওয়া হয়। এর পিছনে যুক্তি হিসেবে এফএসডিএল ফেডারেশনকে জানায়, আইএসএল চলাকালীন কোচ-ফুটবলারদের বেতন দেয়নি মহামেডান। যা আইএসএল খেলার জন্য চুক্তিভঙ্গের পর্যায়ে পড়ে। এদিকে, মহামেডানকে রেখে ক্রীড়সূচি ঘোষণা করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাই আর মহামেডানকে বাদ দেওয়া হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ