Advertisement
Advertisement
Mohammedan

বিক্ষোভে জেরবার ক্লাব, কলকাতা লিগে প্রথম জয়ের খোঁজে আজ নামছে মহামেডান

মহামেডান লিগ টেবলের সব শেষে দাঁড়িয়ে।

Mohammedan to face Peerless in Kolkata League
Published by: Anwesha Adhikary
  • Posted:August 4, 2025 1:04 pm
  • Updated:August 4, 2025 1:04 pm   

স্টাফ রিপোর্টার: মহামেডান ক্লাবে বিক্ষোভ এখন নিত্যনৈমিত্তিক বিষয়। সোমবার ঘরোয়া লিগের ম্যাচ খেলতে নামবে মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। তার ঠিক চব্বিশ ঘণ্টা আগে ক্লাব তাঁবুতে শ’খানেক সাদা-কালো সমর্থক ডেপুটেশন দিতে এসে স্লোগান তুলে গেলেন। সোমবার পিয়ারলেসের বিরুদ্ধে খেলতে নামার আগে সাদা-কালো শিবিরে ভালো খবর চোট পাওয়া উপেন টুডু সুস্থ হচ্ছেন।

Advertisement

মেহরাজ বলেছেন, “ডুরান্ডে ছেলেরা যা খেলেছে তাতে তাদের আত্মবিশ্বাস বেড়েছে। হয়তো জয় পাইনি, সেটা অনভিজ্ঞতার জন্য। আশা করি সোমবার আমরা ঘুরে দাঁড়াব এই ম্যাচ থেকে।” পাঁচটি ম্যাচ খেলে ফেললেও এখনও পর্যন্ত ঘরোয়া লিগে জয়ের দেখা পায়নি মহামেডান। তারমধ্যে চারটি ম্যাচই আবার হারের সামনে পড়তে হয়েছে সজল বাগদের। একটি মাত্র ম্যাচে ড্র এসেছে। সোমবার প্রথম একাদশে চোট কাটিয়ে উপেন টুডু ফিরলেও চোটের তালিকায় রয়েছেন অ্যাশলে কোলি। হালকা চোট রয়েছে অ্যাডিসনেরও।

এমন পরিস্থিতিতেও কোচ মেহরাজ বলছেন, আগের থেকে দলের মধ্যে বোঝাপড়া বাড়ছে। তবে ঘরোয়া লিগে ছয় ভূমিপুত্র বাধ্যতামূলক হওয়ায় তরুণ ভূমিপুত্র ফুটবলারদের অভিজ্ঞতা কম থাকায় দল সাজাতে সমস্যায় পড়ছেন বলে মনে করছেন তিনি। আরও আশা করছেন, যেভাবে দল উন্নতি করছে তাতে দল ঘুরে দাঁড়াবেই। এই পরিস্থিতি থেকেও ইতিবাচক দিকগুলোকে ফুটবলারদের সামনে তুলে ধরছেন মহামেডান কোচ।

অন্যদিকে ছয় ম্যাচ খেলে তিনটে জয় তিনটে ড্রয়ের সৌজন্যে পিয়ারলেস দাঁড়িয়ে লিগ টেবলের চতুর্থ স্থানে। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। সেখানে মহামেডান লিগ টেবলের সব শেষে দাঁড়িয়ে। তাদের সংগ্রহ ১ পয়েন্ট।

আজ ঘরোয়া লিগে
মহামেডান বনাম পিয়ারলেস
নৈহাটি স্টেডিয়াম
৩.০০ সরাসরি এসএসইএন অ্যাপে

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ