Advertisement
Advertisement
Mohun Bagan

এসিএল টু-র প্রস্তুতি ম্যাচে গোয়ার সঙ্গে ড্র মোহনবাগানের, কেমন খেললেন রবসন?

কারা ছিলেন মোহনবাগানের প্রথম একাদশে?

Mohun Bagan and FC Goa practice match ends in a draw

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:September 9, 2025 2:46 pm
  • Updated:September 9, 2025 2:46 pm   

প্রসূন বিশ্বাস: গত মরশুমে আইএসএলে ডবল করার পর এবার এসিএল টু-তে ভালো ফল লক্ষ্য মোহনবাগানের। ১৬ সেপ্টেম্বর মোলিনার দলের এসিএল টু গ্রুপ পর্ব শুরু হবে তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ভারতের এফসি গোয়াও এই লিগে খেলবে। সেখানে নামার আগে নিজেদের মধ্যে একটি ক্লোজড ডোর প্রস্তুতি ম্যাচ খেলল দুই দল। যা গোলশূন্যভাবে শেষ হয়। সেখানে কেমন খেললেন নতুন বিদেশি রবসন রবিনহো?

Advertisement

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে প্রস্তুতি ম্যাচে মোহনবাগানের গোলদুর্গ সামলানোর দায়িত্ব ছিল বিশাল কাইথের কাঁধে। ডিফেন্সে ছিলেন মেহতাব সিং, টম অলড্রেড, অভিষেক সিং ও আশিস রাই। মাঝমাঠে আপুইয়া, দীপক টাংরি, লিস্টন কোলাসো ও কিয়ান নাসিরি। তার একটু উপরে অর্থাৎ ‘নম্বর টেন’ হিসেবে খেলেছেন সাহাল আব্দুল সামাদ। আর একমাত্র স্ট্রাইকার ছিলেন জেসন কামিংস।

৭০ মিনিটে সাহালের বদলে সুহেল, টাংরির বদলে অভিষেক সূর্যবংশী, আর ডিফেন্সে অভিষেকের বদলে আসেন শুভাশিস বোস। মোহনবাগান অধিনায়ক দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। তাঁর প্রত্যাবর্তন মোলিনার দলকে নিঃসন্দেহে বাড়তি শক্তি জোগাবে। ৮০ মিনিটে দলে আবার বদল আনেন সবুজ-মেরুন কোচ। লিস্টনের পরিবর্তে নামেন রবসন, কামিংসের বদলে আসেন ম্যাকলারেন এবং সুহেলের বদলে নামেন দিমি পেত্রাতোস। অর্থাৎ আক্রমণভাগের সব বিদেশিকেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলান মোলিনা। তবে অবশ্যই চর্চায় ছিলেন রবসন। কেমন খেললেন ব্রাজিলীয় স্ট্রাইকার? কিছুদিন আগেই তিনি মোহনবাগানে যোগ দেন। ফিটনেস নিয়েও প্রশ্ন ছিল। এদিন তাঁকে অনেকটা পরে নামানো হয়। জানা যাচ্ছে, রবসন ম্যাচে একটি জোরালো শট নেন। তবে তাতে গোল হয়নি।

এসিএল টু’য়ের গ্রুপ পর্বে রাউন্ড রবিন লিগের মাধ্যমে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেক ক্লাব। ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পর্ব। নকআউট পর্বের খেলা শুরু হবে ২০২৬ থেকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের গ্রুপ পর্বে মোহনবাগান খেলবে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে। হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেক দল। অন্যদিকে গ্রুপ ডি’তে রয়েছে এফসি গোয়া। ওই গ্রুপে রয়েছে রোনাল্ডোর আল নাসের, আল জাওরা এসসি এবং এফসি ইস্তিকলোল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ