Advertisement
Advertisement
Mohun Bagan

মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন আপুইয়া, জীবনকৃতি সম্মান পাচ্ছেন রাজু মুখোপাধ্যায়

আর কে কোন সম্মান পাচ্ছেন?

Mohun Bagan announces annual awards before Mohun Bagan day
Published by: Subhajit Mandal
  • Posted:July 15, 2025 7:27 pm
  • Updated:July 15, 2025 8:47 pm   

প্রসূন বিশ্বাস: এ বছর ‘মোহনবাগান রত্ন’ সম্মান পাচ্ছেন টুটু বোস। সে সিদ্ধান্ত আগেই নিয়েছে মোহনবাগানের কার্যকরী কমিটি। মঙ্গলবার অন্যান্য বার্ষিক পুরস্কার প্রাপকদের নামও ঘোষণা করে দেওয়া হল ক্লাবের তরফে। মঙ্গলবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠক শেষে সেরা খেলোয়াড়-সহ অন্যান্য পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করলেন সচিব সৃঞ্জয় বোস।

Advertisement

এ বছর মোহনবাগানের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আপুইয়া। গত মরশুমে মোহনবাগান মাঝমাঠের স্তম্ভ হিসাবে উঠে আসেন মিজোরামের এই ফুটবলারটি। সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পাচ্ছেন দীপেন্দু বিশ্বাস। গত মরশুমে মোহনবাগান রক্ষণে কোচ মোলিনার ভরসার পাত্র ছিলেন দীপেন্দু। সেরা ফরওয়ার্ডের পুরস্কার পাচ্ছেন অজি তারকা জেমি ম্যাকলারেন। গত মরশুমে আইএসএলে ১১টি গোল করেন তিনি।

মোহনবাগান দিবসে পুরস্কার প্রাপকদের তালিকা:

মোহনবাগান রত্ন: স্বপনসাধন বোস
সেরা ক্রীড়া সাংবাদিক: অরুণ সেনগুপ্ত, মানস ভট্টাচার্য (দুজনেই মরণোত্তর)
সেরা সমর্থক: রিপন মণ্ডল
সেরা ক্রীড়া সংগঠক: অমল কুমার মৈত্র (অ্যাথলেটিক্স ফেডারেশনের সচিব)
সেরা রেফারি: মিলন দত্ত
সেরা অ্যাথলিট: অর্চিতা বন্দ্যোপাধ্যায়
সেরা হকি খেলোয়াড়: অর্জুন শর্মা
সেরা উদীয়মান ফুটবলার: দীপেন্দু বিশ্বাস
সেরা ফরওয়ার্ড: জেমি ম্যাকলারেন
সেরা ফুটবলার: আপুইয়া
সেরা ক্রিকেটার: রণজ্যোৎ সিং খায়রা
জীবনকৃতি: রাজু মুখোপাধ্যায়

এ বছর জীবনকৃতি সম্মান দেওয়া হচ্ছে ক্লাবের জার্সিতে দীর্ঘদিন খেলে যাওয়া ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়কে। সেরা সমর্থকের পুরস্কার দেওয়া হচ্ছে রিপন মণ্ডলকে। এই  গত মরশুমে জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হেনস্তার শিকার হতে হয়েছিল রিপনকে। সম্মান পেয়ে রিপন আপ্লুত। তিনি বলছেন, “আমি এখনও ভাবতে পারছি না আমি যে ক্লাবের জন্য নিজের সবটুকু দিয়ে করি বছরশেষে আমি সেই ক্লাবের বর্ষসেরা সমর্থক। অনুভূতিটা অন্যরকম বলে বোঝানোর মতো নয়।” এছাড়া মরণোত্তর সেরা ক্রীড়া সাংবাদিক পুরস্কার পাচ্ছেন অরুণ সেনগুপ্ত, মানস চক্রবর্তী। সচিব সৃঞ্জয় বোস জানিয়েছেন, এ বছর মোহনবাগান দিবসের অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পারফর্ম করবেন সৌরেন্দ্র-সৌম্যজিত এবং ইমন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ