Advertisement
Advertisement
Mohun Bagan

ইরানে এসিএল ২-র ম্যাচ খেলতে গেল না মোহনবাগান, কামিংসদের নিয়ে সিদ্ধান্ত জানাল এএফসি

ফুটবলারদের নিরাপত্তাকে সামনে রেখে ইরানে যায়নি মোহনবাগান।

Mohun Bagan are considered to have withdrawn from the AFC Champions League Two

ছবি: সংগৃহীত

Published by: Arpan Das
  • Posted:September 30, 2025 12:25 pm
  • Updated:September 30, 2025 12:42 pm   

স্টাফ রিপোর্টার: ফুটবলারদের নিরাপত্তাকে মাথায় রেখে ইরানে ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান। সেপাহান এসসি’র বিরুদ্ধে ম্যাচের আগে হাজির না হওয়ায় জেসন কামিংস, জেমি ম্যাকলারেনদের নিয়ে সিদ্ধান্ত নিল এএফসি। এবারের এসিএল-২ থেকে মোহনবাগান নাম সরে দাঁড়িয়েছে বলেই ধরছে এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা।

Advertisement

এএফসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গ্রুপ সি’তে সেপাহানের বিরুদ্ধে ম্যাচের আগে ইরানের ইস্ফাহানে মোহনবাগান না পৌঁছনোয় ধরে নেওয়া হচ্ছে, তারা সরে দাঁড়িয়েছে।’ তাদের আইনের একাধিক ধারা তুলে জানানো হয়েছে মোহনবাগানের পূর্ববর্তী ম্যাচটিও বাতিল করা হয়েছে। আহালের বিরুদ্ধে ঘরের মাঠে সেই ম্যাচে মোহনবাগান হেরে গিয়েছিল।

ফুটবলারদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিয়ে সেপাহান ম্যাচের বিষয়ে ক্যাসের দ্বারস্থ হয়েছিল মোহনবাগান। ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ মঙ্গলবারই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র ম্যাচ মোহনবাগানের। সাধারণত ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে হয়। কিন্তু সেটা হয়নি। ফলে এএফসি ধরে নিচ্ছে, মোহনবাগান সেপাহানের বিরুদ্ধে ম্যাচ খেলছে না।

গতবারেরও মতো এবারেও এএফসি’র কাছে ইরানের ক্লাবের বিরুদ্ধে ম্যাচটি সেদেশ থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে করার আবেদনও জানিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। এমনকী সবুজ-মেরুনের ফুটবলাররা এই নিয়ে সরবও হয়েছেন। যদিও এএফসি এই আবেদনে সাড়া দেয়নি। প্রশ্ন তোলা হয়েছে, ম্যাচ খেলতে গিয়ে যদি কোনও ঘটনা ঘটে তার দায় কে নেবে? সেই নিয়ে কোনও উত্তর আসার আগেই এএফসি পদক্ষেপ নিল। গতবারও একই সমস্যার মুখে পড়তে হয়েছিল মোহনবাগানকে। ট্রাক্টর এফসি ম্যাচ খেলতে যাওয়ার আগেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেবার ইরানে যায়নি মোহনবাগান। এর জন্য এসিএল ২-এর বাকি ম্যাচে আর খেলা হয়নি তাদের। এবার এএফসি’র ঘোষণার পর কী পরিস্থিতি দাঁড়ায়, সেটাই দেখার। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ