Advertisement
Advertisement
Mohun bagan

কবে এক্সিকিউটিভ কমিটির বৈঠক, জানাল মোহনবাগান, ঘোষিত হবে নির্বাচনের দিনক্ষণ?

এর আগে ১৫ ফেব্রুয়ারি মিটিং হওয়ার কথা থাকলেও, সচিব অসুস্থ থাকায় বৈঠক স্থগিত রাখা হয়।

Mohun Bagan Athletic club announces new date of Executive Committee Meeting
Published by: Arpan Das
  • Posted:February 17, 2025 3:18 pm
  • Updated:February 17, 2025 3:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক্সিকিউটিভ কমিটির বৈঠকের নতুন দিনক্ষণ জানিয়ে দিল মোহনবাগান। আগামী ২২ ফেব্রুয়ারি, শনিবার, দুপুর সাড়ে তিনটে থেকে ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির মিটিং হবে। এর আগে ১৫ ফেব্রুয়ারি মিটিং হওয়ার কথা থাকলেও, সচিব অসুস্থ থাকায় বৈঠক স্থগিত রাখা হয়। অবশেষে ২২ ফেব্রুয়ারি এক্সিকিউটিভ কমিটির মিটিং হবে। যেখানে মোহনবাগানের নির্বাচনের দিনক্ষণ জানা যেতে পারে বলে অনুমান।

Advertisement

মোহনবাগান ক্লাব নোটিস জারি করে ১৭তম এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ের কথা জানিয়েছিল। যেখানে জানুয়ারি মাসে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় উঠে আসা বিষয়গুলো নিয়ে আলোচনার কথা জানানো হয়েছিল। বার্ষিক সভার মূল বিষয় ছিল মোহনবাগানের নির্বাচন। ফলে গত ১৫ ফেব্রুয়ারির বৈঠকে নির্বাচনের দিনক্ষণে সিলমোহর পড়তে পারে বলে অনুমান করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সচিবের অসুস্থতার জন্য বৈঠক স্থগিত রাখা হয়।

এদিন ফের নোটিস দিয়ে এক্সিকিউটিভ কমিটি বৈঠকের নতুন দিনক্ষণ জানিয়ে দিল মোহনবাগান। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, মিটিংয়ের বিষয় একই থাকছে। অর্থাৎ নির্বাচনের দিনক্ষণ জানা যেতে পারে শনিবারের বৈঠকে। এর আগে বার্ষিক সাধারণ সভায় সময়মতো নির্বাচন করিয়ে নতুন কমিটি গঠন করার দাবিতে সরব হয়েছিলেন সমর্থকদের একটা বড় অংশ। উল্লেখ্য, ২৮ মার্চ শেষ হচ্ছে মোহনবাগানের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ। ফলে নতুন নির্বাচনের দাবি ক্রমশ জোরদার হচ্ছে। বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস রীতিমতো রুলবুক তুলে বুঝিয়ে দিয়েছিলেন, সোসাইটি হিসাবে রেজিস্টার্ড কোনও ক্লাবের কার্যকরী কমিটিই তিন বছরের বেশি ক্ষমতা ভোগ করতে পারে না। তাই ক্লাবে দ্রুত নির্বাচন হওয়া উচিত। ২২ ফেব্রুয়ারির মিটিংয়ে তার দিনক্ষণ চূড়ান্ত হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ