Advertisement
Advertisement
Mohun Bagan

বাবা হলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস, ডুরান্ডের মাঝেই সুখবর সবুজ-মেরুন পরিবারে

মোহনবাগানকে আইএসএল ফাইনাল জিতিয়ে শুভাশিস ঘোষণা করেছিলেন, তাঁর পরিবারে 'জুনিয়র' আসছে।

Mohun Bagan captain Subhasis Bose becomes father of a baby girl
Published by: Subhajit Mandal
  • Posted:August 10, 2025 10:52 am
  • Updated:August 10, 2025 4:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপের মধ্যেই সুখবর। বাবা হলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। কন্যা সন্তানের জন্ম দিলেন শুভাশিসের স্ত্রী কস্তুরী ছেত্রী।

Advertisement

মোহনবাগানকে আইএসএল ফাইনাল জিতিয়েই শুভাশিস ঘোষণা করেছিলেন, তাঁর পরিবারে ‘জুনিয়র’ আসছে। এপ্রিলে আইএসএল ফাইনাল জেতার পর শুভাশিস বসু জানান, ‘সবচেয়ে সুখী মানুষটা আমিই। আমরা ডবল করেছি। এরজন্য সত্যিই অভিভূত।’ এই ‘সবচেয়ে’ সুখী হওয়ার রসায়ন দু’টি। এক, মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া। দুই, বাগান পরিবারে আসতে চলেছে ‘জুনিয়র ক্যাপ্টেন’। তারপর থেকেই সুখবরের অপেক্ষায় ছিল মোহনবাগানের সমর্থককুল। এর মধ্যে অবশ্য ঘটা করে সাধ হয়েছে। সন্তান জন্মের আগে ফটোশুটও করেছেন শুভাশিস ও কস্তুরী।

Subhasish-Bose

অবশেষে সুখবর এল। কস্তুরি এবং শুভাশিস মা-বাবা হলেন। শনিবার রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কস্তুরী। শেষ খবর পাওয়া পর্যন্ত মা এবং সন্তান দুজনেই ভালো আছেন। ২০২১-এ কস্তুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শুভাশিস। স্বামী-স্ত্রী হিসাবে দীর্ঘ পথচলার পর এবার মা-বাবা হিসাবে জীবনের আরেক অধ্যায় শুরু করছেন শুভাশিস-কস্তুরী। মোহনবাগান অধিনায়কের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা।

এই মুহূর্তে ডুরান্ড কাপ খেলছে মোহনবাগান। শুভাশিস অবশ্য ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলেননি। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে পাঁচ গোলে জয়ের পরই সুখবর পেলেন বাগান সমর্থকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ