প্রসূন বিশ্বাস: রাত পোহালেই আইএফএ শিল্ডের ফাইনাল। শনিবাসরীয় যুবভারতীতে ফের মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ। ডার্বি সবসময়ই ৫০-৫০। কে যে কখন বাজিমাত করে যাবে, কে বলতে পারে? মরশুমের শুরুতে ডুরান্ড কাপের ডার্বির ফল মোহনবাগানের পক্ষে যায়নি। এবার ছবিটা বদলাতে মরিয়া সবুজ-মেরুন কোচ জোসে মোলিনা। তার জন্য সমর্থকদের পাশে চাইছেন তিনি। অন্যদিকে অধিনায়ক শুভাশিস বোসের হুঙ্কার, “সমর্থকদের জন্য ট্রফি জিতবই।”
সাংবাদিক সম্মেলনে এসে মোলিনা বললেন, “সমর্থকদের খুশি করার জন্য ম্যাচটা জিততেই হবে। কোনও ভুলচুকের জায়গা বনেই। আমি চাই সমর্থকরা আসুক। কারণ ডার্বিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সমর্থন। ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের পাশে আছে। আমাদের শুধু ডার্বি জিততে ৯০ মিনিট সমর্থন করুন। আমরা আগের ডার্বিটা হেরেছি। এখন আমাদের কাছে সুযোগ আছে ম্যাচ জিতে নিজেদের প্রমাণ করার। আমরা যে ভালো দল, সেটা প্রমাণ করতে হবে। আর সমর্থকরা পাশে থাকলে সেটা সম্ভব হবে।”
তবে ডার্বিতে মনবীর সিংকে পাওয়া যাবে কি না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। চোট সারিয়ে অনুশীলন করেছিলেন ঠিকই, তবে এখনও ম্যাচ ফিট নন। মনবীরকে পাওয়া যাবে কি না, তা জানা যাবে অনুশীলনের পর। তবে মোলিনা সেসব নিয়ে ভাবছেন না। যেমন ভাবছেন না রবসন রবিনহো আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর ছাত্র ছিলেন, সেটা নিয়েও। কারণ ম্যাচটা হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। ব্যক্তিগত দ্বৈরথ নিয়ে চিন্তিত নন মোলিনা। একইভাবে চিন্তিত নন লাল-হলুদের নতুন বিদেশি হিরোশি ইবুসুকিকে নিয়ে। কারণ, এখনও ইস্টবেঙ্গলের জাপানি স্ট্রাইকার মাঠে নামেননি। ফলে তাঁর দক্ষতা সম্বন্ধে ধারণা করাও সম্ভব হয়নি।
মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস আবার প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলছেন, “এতদিন আমরা যে সাফল্য পেয়েছি, তার নেপথ্যে শুধু প্লেয়াররা নয়, সমর্থকরাও ছিলেন। তাঁরা শুধু সমর্থক নন, তাঁরা যোদ্ধা। একসঙ্গে ট্রফি জিতে সেলিব্রেট করেছি। এবার আরও একটা ট্রফি জিতে নতুন সূচনা হবে। প্লেয়ার হিসেবে সবসময় চাই সমর্থকরা পাশে থাকুন। ফুটবল খেলি সমর্থকদের জন্য। তাঁরা উৎসাহ দিলে বাড়তি মনোবল পাই। আমি জানি ডার্বি কতটা গুরুত্বপূর্ণ। সেটা জিততেই মাঠে নামব।”
কীভাবে সেটা সম্ভব হবে? তাঁর পরিকল্পনার আঁচও দিয়ে রাখছেন শুভাশিস। তিনি বলেন, “আমরা সবাই তৈরি। অ্যাটাকিং থার্ডে সুযোগ তৈরি করতে চাই, অনেক অভিজ্ঞ প্লেয়ার আছে। দলগত পারফরম্যান্স করতে চাই। বিপরীতে যে উইঙ্গারই খেলুক, আমরা আক্রমণাত্মক খেলব। আমি সবসময় নিজের সেরাটা দিতে চাই, যেন এটাই আমার শেষ ম্যাচ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.