Advertisement
Advertisement
Mohun Bagan

চাপ কাটাতে শিল্ডে জয় পেতে মরিয়া মোহনবাগান, এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ গোকুলাম

অনুশীলনে দীর্ঘ সময় ধরে সেটপিসের ওপর জোর দিলেন মোহনবাগান কোচ।

Mohun Bagan desperate to win Gokulam Kerala match in IFA Shield to relieve pressure
Published by: Prasenjit Dutta
  • Posted:October 9, 2025 10:18 am
  • Updated:October 9, 2025 10:18 am   

স্টাফ রিপোর্টার: হতে পারে বৃহস্পতিবার শিল্ডের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আই লিগের দল গোকুলাম এফসি মোহনবাগানের থেকে খাতায় কলমে অনেক পিছিয়ে। হতে পারে এখনও পর্যন্ত মাত্র পাঁচ দিনের অনুশীলনে দল গুছিয়ে উঠতে পারেননি গোকুলামের স্প্যানিশ কোচ জোসে হেভিয়া। কিন্তু এই সব বিষয়কেই মাথায় রাখতে চাইছেন না মোহনবাগানের অভিজ্ঞ কোচ জোসে মোলিনা। আইএসএল জিতলেও এখন সেই ঘটনা আপাতত অতীত। শিল্ডের প্রথম ম্যাচে দুরন্ত একটা জয় দিয়েই যাত্রা শুরু করতে চাইছেন মোলিনা।

Advertisement

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে হারের ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছিল মোহনবাগানকে। সবদিক বিচার করেই মুহূর্তে যথেষ্টই চাপে জেসন কামিংসরা। অবশ্য তাঁরা এটাও জানেন একটা টুর্নামেন্টে ভালো ফলই সেই চাপকে অনেকটাই সরিয়ে দিতে পারে। বুধবার অনুশীলন শেষে কোচ, ফুটবলাররা সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেননি। আপাতত জাতীয় দলের হয়ে ব্যস্ত লিস্টন কোলাসো, দীপক টাংরি ও সাহাল আবদুল সামাদ। বয়সভিত্তিক জাতীয় দলে রয়েছেন সুহেল ভাট ও দীপেন্দু বিশ্বাসরা। এঁদের ছাড়াই আপাতত দল সাজিয়ে ফেলেছেন মোলিনা।

দীর্ঘ সময় ধরে সেটপিসের ওপর জোর দিলেন মোহনবাগান কোচ। বেশ কিছুক্ষণ পেনাল্টি শ্যুট আউট অনুশীলনও চলল। আপাতত যা ফুটবলার রয়েছে, তাতে বৃহস্পতিবারের সম্ভাব্য একাদশ এই রকম হতে পারে। গোলে বিশাল। চার রক্ষণ আশিস রাই, মেহতাব সিং, আলবার্তো রডরিগেজ, শুভাশিস বোস অথবা অভিষেক। মাঝমাঠে থাকার সম্ভাবনা রয়েছে অনিরুদ্ধ থাপা ও আপুইয়া। দুই উইংয়ে মনবীর আর রবসন। সামনে জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন। লিস্টন না থাকায় রবসনকে খেলাতে পারেন মোলিনা। ফলে দুই উইং দিয়ে রবসন ও মনবীর আক্রমণে উঠে আসবেন। পরিবর্তে আসতে পারেন দিমিত্রি পেত্রাতোস। তবে গোকুলামও খুব খারাপ দল গঠন করেনি। কেরালার দলটিতে চারজন বিদেশি ফুটবলার রয়েছে। এর মধ্যে এডু মার্টিনেজ খেলেন স্ট্রাইকারে। আলফ্রেড খেলেন উইংয়ে। জোয়ান কার্লোস স্ট্রাইকার ও লুইস মাতিয়াস ডিফেন্ডার। এই দলের অধিনায়ক সিবিন রাজ। তিনি আবার মোহনবাগানের প্রাক্তনী। গোকুলামের স্কোয়াডে নজ কেরালার স্থানীয় ফুটবলার রয়েছে।

শিল্ড শুরু হওয়ার আগে থেকেই সম্ভাব্য ফাইনালের ডার্বি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। গোকুলাম কোচ জোসে হেভিয়া হাসতে হাসতে বলছিলেন, “তাহলে আর আমরা এসেছি কেন?” তবে তিনি নিজেও জানেন তাঁর দল আর মোহনবাগানের মধ্যে ফারাকটা বিস্তর। কিন্তু লড়াই না করে এক ইঞ্চি জমি ছাড়তে চান না গোকুলামের এই বিদেশি কোচ। তিনি আরও বলেন, “মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন। ভালো দল। চেষ্টা করব আমাদের সেরাটা দেওয়ার। চার বিদেশি আছে আমাদের। আমাদের লক্ষ্য কিন্তু এই ঐতিহ্যশালী প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়া। এই ম্যাচটা আমাকে বুঝতে সাহায্য করবে এই মুহূর্তে আমার ছেলেরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে।” কলকাতায় আসার আগে মাত্র পাঁচ দিন অনুশীলন করেছে গোকুলাম। সেখানে মোহনবাগান ডুরান্ড কাপ খেলে ফেলেছে। মোলিনার এই মরশুমে নিজের দলের অবস্থান নিয়ে যথেষ্টই ধারণা রয়েছে।

আজ আইএফএ শিল্ডে
মোহনবাগান বনাম গোকুলাম এফসি
কিশোরভারতী, দুপুর ৩.০০
সরাসরি এসএসইএন অ্যাপে

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ