Advertisement
Advertisement
Mohun Bagan

কলকাতা লিগে মেসারার্সের বিরুদ্ধে নামল না মোহনবাগান, কী শাস্তি পাবে সবুজ-মেরুন?

টিম লিস্ট জমা দিয়ে মাঠে নেমে ওয়ার্ম আপ শুরু করে মেসারার্স।

Mohun Bagan did not play against Measurers in CFL
Published by: Anwesha Adhikary
  • Posted:August 13, 2025 4:41 pm
  • Updated:August 13, 2025 7:14 pm   

প্রসূন বিশ্বাস: প্রত্যাশামতোই বুধবার কলকাতা লিগের ম্যাচে নামল না মোহনবাগান। এদিন মেসারার্সের বিরুদ্ধে নামার কথা ছিল সবুজ-মেরুন ব্রিগেডের। তবে আগে থেকেই মোহনবাগান জানিয়ে দিয়েছিল আপাতত ডুরান্ড কাপ চলাকালীন কলকাতা লিগে খেলতে চায় না তারা। তবে এদিন মাঠে না নামার দরুণ শাস্তির কবলে পড়তে পারে মোহনবাগান।

Advertisement

ডুরান্ড কাপ শেষ না হলে কলকাতা লিগ খেলা সম্ভব নয়। মেসারার্সের বিরুদ্ধে খেলতে নামার দুদিন আগে আইএফএকে জানিয়ে দেয় মোহনবাগান। ক্লাব সূত্রে জানা গিয়েছে, কলকাতা লিগে মোহনবাগানের যা স্কোয়াড রয়েছে, সেখানকার ১৬ জন সদস্য ডুরান্ড কাপে রেজিস্টার্ড রয়েছেন। অর্থাৎ একসঙ্গে দুই লিগে খেলছেন একাধিক ফুটবলার। ফলে বিশ্রাম পাচ্ছেন না তাঁরা। মোহনবাগানের বক্তব্য ছিল, খুব বেশি হলে ডুরান্ডে আর মাত্র তিনটি ম্যাচ খেলতে হতে পারে। সেই ম্যাচগুলি শেষ হলেই কলকাতা লিগে নামবে দল।

কিন্তু আইএফএ সবুজ-মেরুনের সেই দাবি মানতে নারাজ। অনির্বাণ দত্ত জানিয়েছেন, সোমবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ম্যাচের আয়োজনের প্রস্তুতি থাকবে। মোহনবাগান যদি সেই ম্যাচ খেলতে না যায়, তাহলে লিগ কমিটির বৈঠক ডাকা হবে। তারপর কমিটি সিদ্ধান্ত নেবে মেসারার্সকে ওয়াক ওভার দেওয়া হবে কিনা। বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থা স্পষ্ট করে দিয়েছে, কোনওভাবেই ম্যাচ পিছনো সম্ভব নয়। আইএফএ সচিবের বক্তব্য, “ডুরান্ড এবং লিগের ম্যাচের মাঝখানে ৩ দিন সময় থাকছে। ৩ দিন বিশ্রামে ম্যাচ খেলতে অসুবিধা হওয়ার কথা নয়।”

মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের কথায়, “আইএফএ সচিব বলছেন, গত বছরের একই রকমভাবে দুই প্রতিযোগিতা খেলেছে মোহনবাগান। আমি বলি, গত বছরের সঙ্গে সব বছরের কি তুলনা হয়? গত বছরের কলকাতা লিগের চ্যাম্পিয়ন আর রানার্স কারা হবে এখনও জানি না। তা হলে কি এবারও একই অবস্থা হবে কলকাতা লিগের? তাই অতীত দিয়ে বর্তমানকে সবসময় বিচার করা যায় না।” শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে মোহনবাগান। বুধবার টিম লিস্ট জমা দিয়ে মাঠে নেমে ওয়ার্ম আপ শুরু করে মেসারার্স। কিন্তু মাঠে নামেনি মোহনবাগান। তবে সবুজ-মেরুন শিবির ঠিক কী শাস্তি পাবে সেটা এখনই বিস্তারিত জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ