Advertisement
Advertisement
Mohun Bagan

জয়ের হ্যাটট্রিক হল না, জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নির্বিষ ড্র মোহনবাগানের

অসংখ্য গোলের সুযোগ হেলায় হারালেন সবুজ-মেরুন ফুটবলাররা।

Mohun Bagan draws against Joy George Telegraph

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:July 11, 2025 4:59 pm
  • Updated:July 11, 2025 5:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছিল মোহনবাগান। শেষ দু’টি ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছিলেন ডেগি কর্ডোজোর ছাত্ররা। আত্মবিশ্বাসে ভরপুর হয়েই নৈহাটিতে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নামে সবুজ-মেরুন। কিন্তু বৃষ্টিস্নাত ম্যাচটি নির্বিষ ড্রয়ে শেষ হল।

Advertisement

আগের ম্যাচে লাল কার্ড দেখেছেন ফরোয়ার্ড সালাউদ্দিন আদনান। তাঁর অনুপস্থিতিতে মোহনবাগানের ডান প্রান্ত কিছুটা শ্লথ ছিল। রেলের বিরুদ্ধে দর্শনীয় গোল পাওয়া শিবম মুণ্ডাকে সালাউদ্দিনের জায়গায় নামিয়েছিলেন ডেগি। যদিও এ ম্যাচে তিনি গোল করতে পারেননি। শুরুতেই সুযোগ পেয়ে যায় জর্জ টেলিগ্রাফ। দূরপাল্লার একটা শট গোল পোস্টের উপর দিয়ে চলে যায়। এরপর ২২ মিনিটে কর্নারের কাছাকাছি জায়গা থেকে ফ্রিকিক আদায় করে মোহনবাগান। বক্সের মধ্যে ভাসানো বল তালুবন্দি করেন জর্জ টেলিগ্রাফ গোলকিপার। এরপরের মিনিটেই কর্নার পেলেও তা ফলপ্রসূ ছিল না।

২৮ ও ৩৫ মিনিটে মোহনবাগান গোলমুখে উঠে আসেন জর্জ কোচ সায়ন্তন দাস রায়ের ছেলেরা। বাগান ডিফেন্স সজাগ থাকায় বিপদ হয়নি। ৩৯ এবং ৪২ মিনিটে মোহনবাগান গোলের সুযোগ পেলেও জর্জ গোলকিপারের সৌজন্যে দু’টি ক্ষেত্রেই গোল হয়নি। বিরতির ঠিক আগেও সুযোগ পায় সবুজ-মেরুন। সেখান থেকেও গোল হয়নি। স্কোর লাইন গোলশূন্য রেখে দুই দল বিরতিতে যায়। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ এসে যায় মোহনবাগানের সামনে। ৬১ মিনিটেও সুযোগ হারায় সবুজ-মেরুন। ৬৭ মিনিটে জর্জের ফুটবলাররা মোহনবাগান রক্ষণে হানা দেন। ৮০ মিনিটেও সুযোগ কাজে লাগাতে পারেনি জর্জ টেলিগ্রাফ। ম্যাচের একেবারে অন্তিমে, ৯৩ মিনিটে গোলকিপারকে একলা পেয়েও বল জালে জড়াতে পারেননি সবুজ-মেরুন ফুটবলার। শেষপর্যন্ত ম্যাচটি ড্র হওয়ায় কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক হল না মোহনবাগানের।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement