Advertisement
Advertisement
Mohun Bagan

সুরুচির সঙ্গে পিছিয়ে পড়েও ড্র, কলকাতা লিগে চাপে মোহনবাগান

কলকাতা লিগে এখন পয়েন্ট টেবিলে ষষ্ঠস্থানে সবুজ-মেরুন।

Mohun Bagan draws with Suruchi Sangha in CFL
Published by: Prasenjit Dutta
  • Posted:August 21, 2025 5:04 pm
  • Updated:August 21, 2025 5:17 pm   

মোহনবাগান: ১ (তুষার)
সুরুচি সংঘ: ১ (হাকিপ)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কোয়ার্টার ফাইনালে অভিযান শেষ করার পর বৃহস্পতিবার কলকাতা লিগে নামে মোহনবাগান। প্রতিপক্ষ ছিল সুরুচি সংঘ। চলতি ঘরোয়া লিগে অসাধারণ ফর্মে রয়েছে সুরুচি। সেই সুরুচির সঙ্গে নৈহাটি স্টেডিয়ামে পিছিয়ে পড়ে ড্র করল ডেগি কার্ডোজোর ছেলেরা। খেলার ফলাফল ১-১।

এদিন করণ রাই, পাসাং দোরজি তামাং, লিওয়ান কাস্তানা, রোশন সিংরা দাপট দেখাতে ব্যর্থ হন। প্রত্যাশামতো খেলতে পারেননি তাঁরা। নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব কিংবা মাঝমাঠ এবং স্ট্রাইকারদের সমন্বয়ের অভাব বারবার নজরে আসছিল। সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় সুরুচি সংঘ। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে (৪৫’+৩’) সুরুচির হয়ে গোল করেন জোসেফ হাকিপ। ১-০ গোলে প্রথমার্ধে এগিয়ে শেষ করে সুরুচি সংঘ।

ম্যাচে ফিরে আসতে গেলে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হতেই হত ডেগি কার্ডোজোর ছেলেদের। কিন্তু রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা এক ইঞ্চিও জমি ছাড়েননি। রক্ষণ মজবুত রেখে সবুজ-মেরুনের সমস্ত আক্রমণ কার্যত নিষ্ক্রিয় করে দেন সুরুচির ডিফেন্ডাররা। এসিএল ২-এর দিকে তাকিয়ে দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী, সুহেল ভাটদের খেলানো হয়নি এই ম্যাচে। চোটের জন্য ছিলেন না সালাউদ্দিনও। তাঁদের অনুপস্থিতি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াল মোহনবাগানের কাছে।

নির্ধারিত সময় শেষ হওয়ার সামান্য আগে, ৮৭ মিনিটে তুষার বিশ্বকর্মার গোলে সমতায় ফেরে মোহনবাগান। গোল পেয়ে উজ্জীবিত ফুটবল খেললেও ব্যবধান বাড়াতে পারেনি সবুজ-মেরুন। ম্যাচটি অমীমাংসিত অবস্থায় শেষ হওয়ার পর ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকল মোহনবাগান। অন্যদিকে, ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল সুরুচি সংঘ।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ