Advertisement
Advertisement
Super Cup

সুপার কাপে একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল, কবে হতে পারে ডার্বি?

একই গ্রুপে ইস্ট-মোহন ছাড়া রয়েছে আর কোন দল?

Mohun Bagan-East Bengal in the same group in the Super Cup, when can the derby take place?
Published by: Prasenjit Dutta
  • Posted:September 25, 2025 4:56 pm
  • Updated:September 25, 2025 5:47 pm   

স্টাফ রিপোর্টার: ২৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সুপার কাপ। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতায় একই গ্রুপে মোহনবাগান, ইস্টবেঙ্গল। গ্রুপ এ-তে দুই প্রধানের সঙ্গে একই গ্রুপে চেন্নাইন এফসি এবং রিয়াল কাশ্মীর। এখান থেকেই পরিষ্কার, গ্রুপ পর্বেই আয়োজিত হতে চলেছে ডার্বি। কবে সেই মহাম্যাচ?

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ২৫, ২৮ এবং ৩১ অক্টোবর সুপার কাপে মাঠে নামবে সবুজ-মেরুন। অনুমান করা হচ্ছে, ৩১ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। মোট ১৬টা দলকে নিয়ে চারটে গ্রুপে ভাগ করে হয়েছে। চারটে দলের শীর্ষ দলগুলিকে নিয়ে সেমিফাইনাল হওয়ার কথা। 

গ্রুপ বি-তে রয়েছে এফসি গোয়া, জামশেদপুর, নর্থইস্ট ইউনাইটেড, ইন্টার কাশি। সি গ্রুপে বেঙ্গালুরু, মহামেডান, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা। ডি গ্রুপে মুম্বই সিটি, কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি এবং রাজস্থান ইউনাইটেড। উল্লেখ্য, মাস খানেক আগে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, আইএসএলের আগেই সুপার কাপ হবে। সেই মতো দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছিল সপ্তাহ খানেক আগেই। আর বৃহস্পতিবার ড্রয়ের মাধ্যমে সুপার কাপের গ্রুপ বিন্যাস করা হল।

২৫ অক্টোবর সুপার কাপের উদ্বোধন হবে গোয়ায়। ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিকে প্রাথমিক সূচি ও ফরম্যাট পাঠিয়ে রেখেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। যদিও সম্পূর্ণ সূচি এখনও ঘোষণা হয়নি। 

সুপার কাপের গ্রুপ বিন্যাস
গ্রুপ এ: মোহনবাগান, ইস্টবেঙ্গল, চেন্নাইন এফসি, রিয়াল কাশ্মীর
গ্রুপ বি: এফসি গোয়া, জামশেদপুর, নর্থইস্ট ইউনাইটেড, ইন্টার কাশি
গ্রুপ সি: বেঙ্গালুরু এফসি, মহামেডান, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা
গ্রুপ ডি: মুম্বই সিটি, কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি, রাজস্থান ইউনাইটেড 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ