Advertisement
Advertisement
Mohun Bagan

আজ মোহনবাগান নির্বাচনের ফল ঘোষণা, সরকারিভাবে সচিব হতে চলেছেন সৃঞ্জয়

সৃঞ্জয়ের নেতৃত্বে কার্যকরী কমিটি সভাপতি হিসাবে মনোনীত করবে দেবাশিস দত্তকে।

Mohun Bagan Election results to be announced today
Published by: Subhajit Mandal
  • Posted:June 14, 2025 9:30 am
  • Updated:June 14, 2025 9:30 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান ক্লাবের নির্বাচনের ফল ঘোষণা করা হবে শনিবার। গত ৯ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সৃঞ্জয় বোসরা মনোনয়ন পেশ করেছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল শুক্রবার। এদিন রাতে মোহনবাগানের তরফে জানিয়ে দেওয়া হয়, শনিবার সন্ধ্যা ৬টায় সরকারিভাবে ফল ঘোষণা হবে। ফল ঘোষণা করবেন মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়।

Advertisement

বিনা বাধায় মোহনবাগান সচিব নির্বাচিত হতে চলেছেন সৃঞ্জয় বোস। যেহেতু তিনি ছাড়া আর কেউ সচিব পদে মনোনয়ন দেননি, তাই নির্বাচনী বোর্ড তাঁকেই সচিব হিসাবে মান্যতা দেবে এটা বলাই বাহুল্য। তিনি ছাড়াও ২১টি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন বিভিন্ন সদস্যরা। প্রথম দিকে দূরত্ব থাকলেও মোহনবাগানের উন্নতির স্বার্থে সৃঞ্জয় বোস-দেবাশিস দত্তরা একজোট হয়ে সমঝোতায় এসে প্যানেল জমা দিয়েছিলেন। প্রতিপক্ষ না থাকায় তাঁদের পুরো প্যানেলই জয়ী হিসাবে ক্ষমতায় আসতে চলেছে। যেহেতু সভাপতি হিসাবে আসতে চলেছেন দেবাশিস দত্ত। তাই তিনি এই নির্বাচনে কোনও পদে মনোনয়ন জমা দেননি।

তবে গত সোমবার মনোনয়ন বাকিরা জমা দেওয়ার সময় দেবাশিস দত্ত, কুণাল ঘোষরা উপস্থিত ছিলেন। সৃঞ্জয় বোস সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর তাঁর নেতৃত্বে কার্যকরী কমিটি সভাপতি হিসাবে মনোনীত করবে দেবাশিস দত্তকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ