প্রসূন বিশ্বাস: গত মরশুমেই দ্বিমুকুটের স্বাদ পেয়ে গিয়েছে মোহনবাগান। এবার সমর্থকদের দাবি, ত্রিমুকুট চাই। সেই দাবিকে মাথায় রেখেই মরশুমের প্রথম থেকেই নিজেদের প্রস্তুত করছে মোহনবাগান। সোমবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে বিএসএফের বিরুদ্ধে খেলতে নামছেন লিস্টন কোলাসোরা। এই ম্যাচেই কোচের চেয়ারে বসতে চলেছেন জোস মোলিনা। আগের ম্যাচে তিনি শহরে ছিলেন না বলে দলের দায়িত্ব সামলিয়েছেন সহকারী কোচ বাস্তব রায়।
আপাতত শহরে পা রেখেই গত ম্যাচের ভিডিও ক্লিপিংস নিয়ে লিস্টনদের ভুলত্রুটি নিয়ে কাটাছেঁড়া করেছেন মোলিনা। বিএসএফ এই গ্রুপের সবথেকে দুর্বল দল। যারা আগের ম্যাচে ডায়মন্ড হারবার এফসির কাছে আট গোল খেয়েছে। যদিও সোমবার সেই প্রতিপক্ষকে এতটুকু হালকাভাবে নিতে চাইছেন না মোলিনা। ডায়মন্ড হারবারের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচ বড় ব্যবধানে জিততে চাইছেন। কারণ, প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দল পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে গোল পার্থক্যটা একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি সব গ্রুপের মধ্যে সেরা দুই দ্বিতীয় দলের কাছেও পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ থাকছে। মোলিনা অবশ্য জোর দিচ্ছেন গ্রুপ সেরা হওয়ার উপরেই।
চোটের জন্য বিএসএফ ম্যাচেও শুভাশিস বসু নেই। কার্ড সমস্যার জন্য নেই আপুইয়াও। সদ্য দলের সঙ্গে যোগ দেওয়া টম অলড্রেড ও অ্যালবার্তোকে খেলাতে চান মোলিনা। সুস্থ হচ্ছেন মনবীর সিং। সোমবার সকালে অসুস্থ বোধ না করলে তিনিও প্রথম একাদশে আসতে পারেন। যদিও কোনও ফুটবলারকেই অতিরিক্ত ঝুঁকি নিয়ে খেলানো হবে না ডুরান্ডে। সোমবার সম্ভাব্য একাদশ এই রকম হতে পারে– গোলে বিশাল কাইথ। রক্ষণে অভিষেক সিং, টম অলড্রেড, দীপেন্দু বিশ্বাস ও আশিস রাই। দুই উইংয়ে লিস্টন ও মনবীর। মাঝখানে অভিষেক সূর্যবংশী ও দীপক টাংরি। একটু সামনে অনিরুধ থাপা। সুহেল ভাট স্ট্রাইকার। বিএসএফের বিরুদ্ধে মোলিনা পরিবর্ত হিসাবে খেলিয়ে দেখে নিতে চান অ্যালবার্তোকে। যদিও বিএসএফ ম্যাচ খেলা হবে কিশোরভারতী স্টেডিয়ামে। মাঠ নিয়েও মাথা ঘামাতে নারাজ মোহনবাগান কোচ। এদিন টম অলড্রেড এসেছিলেন সংবাদমাধ্যমের সামনে। তিনিও জানিয়ে গেলেন, গতবারের থেকে এবারে মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। আপাতত ডুরান্ড জয়ের পর বাকি টুর্নামেন্টগুলো জিততে চান সবুজ-মেরুন ডিফেন্ডার।
আইএসএল কবে হবে, তা এখনও নিশ্চিত নয়। সামনে আবার এসিএল ২-এর ম্যাচ রয়েছে। সব মিলিয়ে ডুরান্ডকে এই দুই প্রতিযোগিতার প্রস্তুতি টুর্নামেন্ট হিসাবে দেখছেন মোলিনা। তিনি বলেন, “আইএসএল এবং এএফসি’র আগে ডুরান্ড কাপ আমাদের কাছে প্রস্তুতি প্রতিযোগিতা। গতবার রানার্স হয়েছিলাম। এবার আশা করছি এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হব।” এখনও ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করেনি মোহনবাগান। ষষ্ঠ বিদেশি নিয়ে এখনই মাথা ঘামাচ্ছেন না মোলিনাও। এরমধ্যেই সোমবার গভীর রাতে শহরে পা রাখতে চলেছেন সবুজ-মেরুনের অজি ফরোয়ার্ড জেসন কামিংস।
আজ ডুরান্ড কাপে
মোহনবাগান বনাম বিএসএফ
কিশোরভারতী, সন্ধ্যা ৭.০০
সরাসরি সোনি স্পোর্টস নেটওয়ার্কে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.