Advertisement
Advertisement
Mohun Bagan

মুম্বইকে চাপে রাখতে জনগর্জনই অস্ত্র, লিগ ‘ফাইনালের’ আগে টিকিটের দাম কমাল মোহনবাগান

লিগ শিল্ড জিততে মুম্বই ম্যাচে তিন পয়েন্টই লাগবে মোহনবাগানের। তার আগে কমল টিকিটের দাম।

Mohun Bagan has reduced ticket price ahead of Mumbai City match in ISL 10

লিগ শিল্ড জয়ের লক্ষ্যে মোহনবাগান।

Published by: Arpan Das
  • Posted:April 13, 2024 4:16 pm
  • Updated:April 13, 2024 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের (ISL) লিগ শিল্ড জয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে মোহনবাগান (Mohun Bagan)। সোমবার যুবভারতীতে মুম্বই সিটির (Mumbai City) বিরুদ্ধে নামছে সবুজ মেরুন ব্রিগেড। মাঠে যেমন জেতার জন্য মরিয়া লড়াই লড়বেন পেত্রাতোসরা, তেমনই দ্বাদশ ব্যক্তির সমর্থনও ব্যাপক ভাবে লাগবে তাঁদের। তার আগে যুবভারতী ভরিয়ে দেওয়ার জন্য মুম্বই ম্যাচের টিকিটের দাম কমল।

Advertisement

এই মুহূর্তে ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে মুম্বই। খুব পিছিয়ে নেই হাবাসের দলও। সমসংখ্যক ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ শিল্ডের লড়াইয়ে তাঁদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মোহনবাগান। লিগ শিল্ড জিতলে হলে এই ম্যাচে পুরো তিন পয়েন্টই লাগবে শুভাশিসদের। ১৫ তারিখ যুবভারতীতে ফয়সালা হবে লিগ শিল্ডের। তার আগে বাগান সমর্থকরা নববর্ষের উপহার পেলেন। মুম্বইকে চাপে রাখতে ঘরের মাঠে জনগর্জনের সুবিধা নিতে চাইছে মোহনবাগান। সেই কারণে কয়েকটি ক্ষেত্রে টিকিটের দাম কম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: অজি বোলারের বাউন্সারে দৃষ্টিশক্তি কমে গিয়েছিল! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলির]

টিকিটের দাম শুরু হবে ৫০ টাকা থেকে। সর্বোচ্চ মূল্য থাকছে ২৫০০ টাকা। এর মাঝে ১০০, ১৫০, ৩০০, ৩০০, ২০০০ টাকার টিকিটও থাকছে। মোহনবাগান ম্যানেজমেন্ট আশাবাদী, এই ম্যাচে সমর্থকরা গোটা স্টেডিয়াম ভরিয়ে দেবেন। যুবভারতীর ৬০ হাজার টিকিটের মধ্যে অনেকটাই বিক্রি হয়ে গিয়েছে বলে খবর।

[আরও পড়ুন: মুম্বই থেকে কি চেন্নাইয়ে যাবেন রোহিত? জল্পনা উসকে দিলেন প্রাক্তন ইংরেজ তারকা]

আগের ম্যাচে ৪-০ গোলে বেঙ্গালুরুকে উড়িয়ে দিয়েছে মোহনবাগান। অনিরুদ্ধ-সাদিকুদের ফর্ম নিশ্চিত ভাবেই আশ্বস্ত করবে সমর্থকদের। যদিও লিগ শিল্ডের লড়াইয়ে নিজেদের কিছুটা পিছিয়েই রেখেছেন মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ। তাঁর মতে, “শেষ ম্যাচে আমরা প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি চাপে থাকব। কারণ, আমাদের জেতা ছাড়া সামনে আর কোনও রাস্তা নেই। সোমবার আমাদের জিততেই হবে।” সেই লক্ষ্যেই মাঠে নামবে মোহনবাগান। মুম্বইকে হারিয়ে প্রথমবার লিগ শিল্ড জেতার হাতছানি তাঁদের সামনে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement