Advertisement
Advertisement
Mohun Bagan

জল্পনার অবসান! আইএফএ শিল্ডে খেলবে মোহনবাগান

সোশাল মিডিয়ায় জানিয়ে দিল মোহনবাগান।

Mohun Bagan have confirmed participation in the IFA Shield

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:September 27, 2025 7:40 pm
  • Updated:September 27, 2025 7:55 pm   

প্রসূন বিশ্বাস: আইএফএ শিল্ডে মোহনবাগান খেলবে কি খেলবে না, সেই জল্পনার অবসান। সোশাল মিডিয়ায় সবুজ-মেরুনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা ঐতিহ্যশালী টুর্নামেন্টে খেলতে নামবে।

Advertisement

পুজোর পরেই শুরু হতে চলেছে আইএফএ শিল্ড। ৮ অক্টোবর থেকে শুরু হবে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। চার বছর পর আয়োজন হতে চলা এই টুর্নামেন্টে ৬টি দল খেলার কথা। তিনটে আই লিগ এবং তিনটে আইএসএল দল নিয়ে আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে আইএফএ-র। ইস্টবেঙ্গল খেলার কথা আগেই জানিয়েছিল। কিন্তু বাংলার আরও দুই ক্লাব মহামেডান ও ডায়মন্ডহারবার খেলবে না।

এই পরিস্থিতিতে সব নজর ছিল মোহনবাগানের দিকে। তারা কি খেলবে? এই নিয়ে জল্পনা ক্রমশ বেড়েছে। এমনকী একাধিক মোহনবাগান ফ্যান ক্লাবের তরফ থেকে চিঠি লেখা হয়েছিল আইএফএ-র কাছে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত সময়সীমা বাড়িয়েও দেন। অবশেষে সোশাল মিডিয়ায় মোহনবাগান জানাল যে তারা শিল্ডে খেলবে।

বাইরের ক্লাবের মধ্যে গোকুলাম কেরালা শিল্ড খেলার জন্য সম্মতি দিয়েছে। অর্থাৎ তিনটি দলের থেকে সবুজ সংকেত এসেছে। এমন পরিস্থিতিতে আইএসএলের আরও দুই দলের সঙ্গে কথা বলছে আইএফএ। অবশ্য এই অনিশ্চয়তার মধ্যেও আইএফএ সচিবের দাবি, শিল্ড হবে সঠিক সময়েই। প্রাথমিকভাবে ছয় ক্লাবকে দুই গ্রুপে ভাগ করে শিল্ড আয়োজনের ভাবনা রয়েছে আইএফএ-র। তবে ক্লাবের সংখ্যা কমলে বদল করা হবে প্রতিযোগিতার ফরম্যাটে। উল্লেখ্য, ২০২১ সালে শেষবার আইএফএ শিল্ড আয়োজিত হয়েছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ