Advertisement
Advertisement
IFA Shield

কালো কাপড়ে ‘বন্দি’ মোহনবাগান অনুশীলন, শিল্ড ফাইনালের আগে সতর্ক ইস্টবেঙ্গলও

জাতীয় দল থেকে ফিরে এসেছেন শুভাশিস, লিস্টন, আনোয়াররা।

Mohun Bagan holds secret practice, East Bengal also cautious ahead of IFA Shield final
Published by: Prasenjit Dutta
  • Posted:October 17, 2025 11:28 am
  • Updated:October 17, 2025 11:29 am   

স্টাফ রিপোর্টার: ডার্বির আগে যুবভারতীর দু’টি অনুশীলন মাঠ জুড়ে নিরাপত্তার বেষ্টনী দেখলেই বোঝা যাচ্ছিল ডার্বি নিয়ে কতটা চাপে রয়েছে দুই দলই। সমর্থকদের সেই অনুশীলন দেখার অনুমতি ছিল না। মাঠের চারদিকে কালো কাপড় দিয়ে ঢাকা। যদিও মোহনবাগান ম্যানেজমেন্ট সংবাদমাধ্যমকে কিছুক্ষণ জেসন কামিংসদের অনুশীলন দেখতে দিলেও ইস্টবেঙ্গলে একেবারে ক্লোজড ডোর। সেখানে কারও প্রবেশাধিকার নেই। অন্য দিন যাও-বা ধারেকাছে যাওয়া যায়, এদিন দফায় দফায় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Advertisement

ডার্বির আগে দুই দলের কাছেই ভালো খবর, জাতীয় দল থেকে ফিরে এসেছেন শুভাশিস বসু, লিস্টন কোলাসো, আনোয়ার আলিরা। এদিন তারা অনুশীলনেও নেমে গেলেন দলের সঙ্গে। যেহেতু মোহনবাগান বুধবার শিল্ডের ইউনাইটেড ম্যাচ খেলেছে। স্বাভাবিকভাবেই প্রথম একাদশের ফুটবলারদের নিয়ে রিকভারি সেশন করলেন মোহনবাগান কোচ জোস মোলিনা। রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে কিছুক্ষণ শুটিং অনুশীলন চলল। শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি মনবীর সিং। এদিন পুরো দমেই অনুশীলন করলেন মনবীর। ফাইনালে তাঁকে পাওয়ার বিষয় উজ্জ্বল হয়ে উঠছে। অনিরুদ্ধ থাপারও হালকা চোট থাকায় তাঁকে ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম একাদশে রাখেননি মোলিনা। তিনিও অনুশীলন করলেন। শুক্রবার পুরোদমে প্রস্তুতি সারবে মোহনবাগান তখন বোঝা যাবে চোট পাওয়া ফুটবলারদের অবস্থা ঠিক কোন জায়গায়।

অন্যদিকে, ইস্টবেঙ্গল এই ডার্বি জয়ের জন্য কোনও রকম ফাঁক রাখতে চাইছেন না অস্কার ব্রুজো। নবাগত বিদেশি হিরোশি ইবুসুকিকে নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। এদিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলনও করলেন ইবুসুকি। তাঁর ছাড়পত্র নিয়ে সমস্যা ছিল বলে আগের ম্যাচে শিল্ডে রেজিস্ট্রেশন করা যায়নি। এবার অবশ্য সেই সমস্যা নেই। ফাইনালের আগে রেজিস্ট্রেশান সমস্যা মিটে যাওয়ায় তাঁকেও রেজিস্টেশন করিয়ে নেওয়া হয়েছে ডার্বির আগে। শিল্ড ফাইনালে অস্কারের তরুপের তাস হতে পারেন হিরোশি। তার ওপর আনোয়ার, মহেশরা জাতীয় দল থেকে ফিরে আসায় শক্তি বেড়েছে ইস্টবেঙ্গলেরও। তবে মোলিনার মতো অস্কারও দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুক্রবার অনুশীলনের পরই। শিল্ডে দারুণ ছন্দে রয়েছেন সল ক্রেসপোরা।

এদিন আবার শিল্ড ফাইনালের ডার্বিকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ বাড়াতেই একঝাঁক প্রাক্তন ফুটবলারকে হুডখোলা বাসের করে পাড়ায় পাড়ায় নিয়ে যাচ্ছেন আইএফএ কর্তারা। তাঁদের সঙ্গে থাকছে ঐতিহ্যশালী আইএফএ শিল্ডও। এদিন এই ক্যাম্পেনে ছিলেন আলভিটো ডি’কুনহা, রহিম নবি, মেহতাব হুসেন, ডেনসন দেবদাসের মতো একঝাঁক দুই প্রধানের হয়ে ডার্বি খেলা প্রাক্তন ফুটবলার। এদিন পাটুলিতে শিল্ড নিয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রাক্তনরা। শুক্রবার উত্তর কলকাতাতে একই রকম একটি অনুষ্ঠানে হাজির থাকার কথা এই রকম একঝাঁক প্রাক্তন ফুটবলারের। শিল্ড ফাইনালের টিকিট নিয়েও পারদ চড়ছে ক্রমশই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ