Advertisement
Advertisement
Mohun Bagan

আশা শেষ, মেসারার্স ম্যাচ নিয়ে সিদ্ধান্তের আগেই কলকাতা লিগ থেকে বিদায় মোহনবাগানের

কোন অঙ্কে ছিটকে গেল মোহনবাগান?

Mohun Bagan out of Calcutta Football League

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:September 2, 2025 8:28 pm
  • Updated:September 2, 2025 8:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসারার্স ম্যাচ নিয়ে আইএফএ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই কলকাতা লিগের খেতাবি লড়াই থেকে ছিটকে গেল মোহনবাগান। মঙ্গলবার লিগে সবুজ-মেরুনের দুই প্রতিপক্ষ সুরুচি সংঘ এবং কাস্টমস নিজেদের ম্যাচ জেতায় গ্রুপ এ থেকে সুপার সিক্সে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেল সবুজ-মেরুনের।

Advertisement

লিগের শেষ ম্যাচে গত শনিবার পাঠচক্রকে গোলের মালা পরায় মোহনবাগান। পাঠচক্রকে হারিয়ে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট সবুজ-মেরুনের। লিগ টেবিলে তারা রয়েছে পঞ্চম স্থানে। বিতর্কিত মেসারার্স ম্যাচ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার কাস্টমস ২-১ ব্যবধানে হারিয়েছে কালীঘাট এসএলকে। অন্য দিকে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতেছে সুরুচি সংঘ। এই দুই দলই সুপার সিক্সে যাওয়ার লড়াইয়ে মোহনবাগানের থেকে এগিয়ে ছিল। এদিনের জয় দুই দলকেই সুপার সিক্সে নিশ্চিত করে দিল।

১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের গ্রুপ এ-তে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে শেষ করল সুরুচি সংঘ। ১১টি ম্যাচ খেলে তাঁরা পেয়েছে ২২ পয়েন্ট। কাস্টমসেরও ১১ ম্যাচে ২২ পয়েন্ট। তবে গোলপার্থক্যে তারা রয়েছে তৃতীয় স্থানে। পয়েন্ট টেবিলে মোহনবাগানের উপরে রয়েছে পুলিশ এসিও। ১১ ম্যাচে ২১ পয়েন্ট রয়েছে তাঁদের। এখন স্থগিত হয়ে যাওয়া মেসারার্স ম্যাচ থেকে যদি পুরো ৩ পয়েন্টও পায় মোহনবাগান, তাও সবুজ-মেরুনের ১১ ম্যাচে সর্বোচ্চ ২০ পয়েন্ট হতে পারে। ফলে সুপার সিক্সে যাওয়ার কোনও সুযোগ মোহনবাগানের নেই।

উল্লেখ্য, ডুরান্ড কাপ চলাকালীন গত ১৩ অগস্ট মেসারার্স ক্লাবের বিরুদ্ধে দল নামায়নি মোহনবাগান। মোহনবাগানের স্কোয়াডের ১৬ জন ফুটবলার ডুরান্ডেও নথিভুক্ত ছিলেন। তাই ক্লাব জানিয়েছিল, দু’টি প্রতিযোগিতা একসঙ্গে খেলা সম্ভব নয়। কিন্তু আইএফএ ম্যাচ পিছিয়ে দিতে রাজি হয়নি। নির্ধারিত দিনে মোহনবাগান টিম না নামানোয় ওই ম্যাচ নিয়ে কী সিদ্ধান্ত হবে, সেই বিষয়টা দেখছে আইএফএর লিগ কমিটি। কিন্তু ওই ম্যাচ নিয়ে সিদ্ধান্তের আগেই মোহনবাগান ছিটকে গেল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ