Advertisement
Advertisement
ISL

‘ফেডারেশনের অপদার্থতাতেই আঁধারে আইএসএল’, লিগ স্থগিত হওয়ায় তোপ সৃঞ্জয় বোসের, কী বলছে ইস্টবেঙ্গল?

ভারতীয় ফুটবলের স্বার্থে সব অংশীদারদের এক জায়গায় এসে আলোচনার বার্তা মোহনবাগান সচিবের।

Mohun Bagan secretary Srinjoy Bose and Eastbengal's Debabrata Sarkar gave opinion on hold on ISL
Published by: Arpan Das
  • Posted:July 11, 2025 9:31 pm
  • Updated:July 11, 2025 9:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থগিত রাখা হচ্ছে আইএসএল। টুর্নামেন্টের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড অর্থাৎ এফএসডিএলের তরফ থেকে ক্লাবগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৫-২৬ মরশুমের আইএসএলকে আপাতত স্থগিত রাখছে তারা। কারণ, এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইট এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা তাদের কাছে নেই। আর আইএসএল স্থগিত হতেই ফেডারেশনের ‘অপদার্থতা’ নিয়ে তোপ দাগলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। তবে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার আশাবাদী, আইএসএল হবে।

Advertisement

মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের সাফ বক্তব্য, “ভারতীয় ফুটবলের স্বার্থে সব অংশীদারদের এক জায়গায় এসে আলোচনা করে পুরো ব‍্যাপারটা সমাধান করা উচিত। কারণ, দেশের এক নম্বর লিগ আইএসএল না হলে ভারতীয় ফুটবলে অন্ধকার নেমে আসবে। তাছাড়া এফএসডিএলের সঙ্গে চুক্তি ডিসেম্বরে শেষ হয়ে যাবে, এটা ফেডারেশন অনেক আগেই জানত। তাহলে এফএসডিএলের সঙ্গে আলোচনায় বসে কেন এতদিন চুক্তি নিয়ে সমস‍্যার সমাধান করেনি ফেডারেশন। আজকে তাদের অপদার্থতায় এই কঠিন সময় নেমে এসেছে। আদালতের কাছে আবেদন করব, ভারতীয় ফুটবলের স্বার্থে সমস্যা সমাধানের সঠিক পথ খুঁজে দেওয়ার জন‍্য।”

অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা দেবব্রত সরকার বলছেন, “আমি বিশ্বাস করি যেই আয়োজন করুক না কেন, আইএসএল হবে। এফএসডিএল না করলে অন্য কেউ হয়তো করতে পারে। আমার মনে হয় না, দেশের লিগ বন্ধ হয়ে যাবে, এটা সংস্থাও চায় না, সরকারও চায় না।”

২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে এফএসডিএলের। কিন্তু এই মরশুমে নির্দিষ্ট সময়ে আইএসএলে শুরু হলে তা চলবে এপ্রিলের শেষ পর্যন্ত। কিন্তু চুক্তি তো ডিসেম্বর পর্যন্ত। তাহলে জানুয়ারি থেকে বিনা চুক্তিতে কীভাবে হবে আইএসএল? সমস্যাটা এখানেই শুরু হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, কল্যাণ চৌবের নেতৃত্বে ফেডারেশনের কোনও কমিটি এফএসডিএলের সঙ্গে চুক্তি বৃদ্ধি নিয়ে কোনও আলোচনা করতে পারবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement