Advertisement
Advertisement
Srinjoy Bose

মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের হোয়াটসঅ্যাপ হ্যাক, মেসেজ করে লাখ লাখ টাকা তুলছে প্রতারক

মোহনবাগান সচিব নিজে ফেসবুকে বিষয়টি জানিয়ে সকলকে সতর্ক করেছেন।

Mohun Bagan Secretary Srinjoy Bose's WhatsApp has been hacked

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:September 12, 2025 5:18 pm
  • Updated:September 12, 2025 5:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের। এমনকী তাঁর নাম করে পরিচিতদের অনেকের কাছে টাকাও চাওয়া হচ্ছে। ফেসবুকে তিনি নিজেই বিষয়টি জানিয়ে সকলকে সতর্ক করেছেন। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

Advertisement

শুক্রবার সকালে সৃঞ্জয় বোসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়। সকাল থেকে তাঁর পরিচিতদের মেসেজ করে টাকা চাওয়া হচ্ছে। কারও কাছ থেকে ২০ হাজার টাকা, এমনকী কারও কাছ থেকে ৪০ হাজার পর্যন্ত টাকা চেয়ে মেসেজ গিয়েছে। অনেকে প্রতারকের সেই ফাঁদে পা দিয়ে টাকাও দিয়ে ফেলেছেন।

সকলকে সতর্ক করার জন্য মোহনবাগান সচিব নিজেই ফেসবুকে জানিয়েছেন যে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি লিখেছেন, ‘আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে পাঠানো সমস্ত মেসেজ অনুগ্রহ করে উপেক্ষা করুন।’ যাতে আর কেউ ফাঁদে পা না দেন, তাই সতর্কবার্তা জানালেন তিনি।

ইতিমধ্যেই বালিগঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র মেলেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ