Advertisement
Advertisement
Mohun Bagan

রবসনকে সই করিয়ে ফেলল মোহনবাগান! কথা জাতীয় দলের ডিফেন্ডারের সঙ্গেও

আসন্ন আইএসএলের জন্য সবুজ-মেরুনের বিদেশি কোটা আপাতত পূর্ণ।

Mohun Bagan set to sign Robson Robinho
Published by: Subhajit Mandal
  • Posted:June 19, 2025 12:13 pm
  • Updated:June 19, 2025 12:13 pm  

দুলাল দে: পজিশন এক না হলেও গ্রেগ স্টুয়ার্টের বদলি হিসাবে ব্রাজিলিয়ান রবসন রবিনহোকে সই করিয়ে নিল মোহনবাগান। এর সঙ্গেই আপাতত আসন্ন আইএসএলের জন্য সবুজ-মেরুনের বিদেশি কোটা আপাতত পূর্ণ হয়ে গেল। গ্রেগ স্টুয়ার্ট যে দল ছাড়তে পারেন এবং তাঁর পরিবর্তে ব্রাজিলিয়ান রবসনের সঙ্গে কথা বলছে মোহনবাগান, এই খবর আগেই প্রকাশিত হয়েছিল ‘সংবাদ প্রতিদিন’-এ। এখন আপডেট হল, রবসনকে সই করিয়ে ফেলেছে মোহনবাগান। বসুন্ধরা কিংস ছাড়ার পর এখন ব্রাজিলের আগুয়া সান্তা ক্লাবে খেলছেন এই উইঙ্গার। সেখান থেকেই আসছেন মোহনবাগানে।

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো যখন বসুন্ধরার কোচ ছিলেন তখন এই মরশুমে লাল-হলুদে সই করা মিগুয়েলের সঙ্গে ছিলেন রবসনও। দু’জনেই অস্কার ব্রুজোর অত্যন্ত পছন্দের ফুটবলার। সেই কারণেই মিগুয়েলের পাশাপাশি রবসন রবিনহোকেও একটা সময় প্রস্তাব দিয়েছিলেন লাল-হলুদ কর্তারা। মিগুয়েল সই করার জন্য ইস্টবেঙ্গলকে বেছে নিলেও রবসন শেষ পর্যন্ত সই করলেন মোহনবাগানে। আর এর সঙ্গেই সবুজ-মেরুনে আইএসএলের জন্য ৬ জন বিদেশি ফুটবলারের কোটা পূর্ণ হয়ে গেল। তবে গ্রেগ স্টুয়ার্টের বদলি হিসেবে অন্য পজিশনের রবসনকে কেন সই করানো হল? এর টেকনিক্যাল উত্তর একমাত্র মোহনবাগান কোচ জোসে মোলিনার কাছে। কারণ, মোহনবাগানে যে ফুটবলারই সই করানো হচ্ছে, সবই কোচ মোলিনার পরামর্শে। ফলে একমাত্র কোচই জানেন, কোন ফর্মেশনে খেলানোর জন্য রবসনকে সবুজ-মেরুনে সই করানো হয়েছে। তবে পজিশন উইং হলেও রবসন গ্রেগ স্টুয়ার্টের পজিশনেও খেলতে পারেন।

স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টের এবার মোহনবাগান ছাড়ার একটাই কারণ-হোমসিক হওয়া। মুম্বই সিটি এফসি-তে খেলার সময়েও এরকমটাই হয়েছিল। চুক্তি ভেঙে মাঝমরশুমে ফিরে গিয়েছিলেন দেশে। মোহনবাগানের সঙ্গেও মরশুম শেষে চাইছিলেন দেশে ফিরে যেতে। সেখানকার স্থানীয় কোনও ক্লাবে খেলতে। সেই কারণে, মোহনবাগান কর্তারাও গ্রেগ স্টুয়ার্টকেও থেকে যাওয়ার জন্য অনুরোধ করেননি। গ্রেগ স্টুয়ার্ট যে দল ছাড়তে পারেন এটা অনেক আগেই বুঝতে পেরে মোহনবাগান কর্তারাও ব্রাজিলিয়ান রবসনের সঙ্গে পাশাপাশি কথা চালিয়ে গিয়েছিলেন। মিগুয়েলের মতো রবসনও ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর পছন্দের ফুটবলার ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে তুলে নিতে সক্ষম হল মোহনবাগান।

এদিকে, জাতীয় দলের ডিফেন্ডার মেহতাব সিংয়ের সঙ্গে রীতিমতো কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান। মুম্বই সিটি এফসি-র এই ডিফেন্ডারও সবুজ-মেরুন জার্সি পরার জন্য যথেষ্টই আগ্রহ দেখিয়েছেন। আনোয়ার আলি দল ছাড়ায় রক্ষণে যে অভাব দেখা গিয়েছিল তা মেহতাবকে নিয়ে পূরণ করতে চাইছেন মোহনবাগান কর্তারা। কিন্তু মেহতাব যে আসছেনই, তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রস্তাব দিলেও ভারতীয় দলের লেফট ব্যাক অভিষেক সিংকে পাচ্ছে না মোহনবাগান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement