স্টাফ রিপোর্টার: ইস্টবেঙ্গল কয়েকদিন আগেই শিল্ডের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। এবার শিল্ডের জন্য প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। তবে সোমবারের অনুশীলনে উপস্থিত ছিলেন না দুই অস্ট্রেলিয়ান তারকা জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন। জানা গিয়েছে, বিমান বিভ্রাটের জন্য নির্দিষ্ট দিনে এই দুই ফুটবলার ভারতে পৌঁছাতে পারেননি। ফলে এদিনের অনুশীলনে দেখা যায়নি তাঁদের। তবে মঙ্গলবার থেকে অনুশীলনে যোগ যোগ দেওয়ার কথা রয়েছে কামিংস আর ম্যাকলারেনের। এদিকে সিনিয়র জাতীয় দলে লিস্টন কোলাসো, দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদ এই তিন ফুটবলার এবং বয়স ভিত্তিক জাতীয় দলে দীপেন্দু বিশ্বাস, প্রিয়াংস দুবে সহ মোট ছয়জন ফুটবলার যোগ গিয়েছেন। তারা ছাড়া বাকি ভারতীয় ফুটবলাররা ছিলেন অনুশীলনে। বিদেশিদের মধ্যেও কামিংস, জেমিরা না এলেও উপস্থিত ছিলেন বাকি চার বিদেশি টম অলড্রেড, দিমিত্রি পেত্রাতোস, রবসন রবিনহো ও আলবার্তো রডরিগেজ। সেই সঙ্গে আইএফএ-র তরফ থেকে শিল্ডের ম্যাচের ভেন্যু প্রকাশ করা হল।
শিল্ডে মোহনবাগানের প্রথম ম্যাচ আগামী বৃহস্পতিবার। প্রতিপক্ষ আই লিগের দল গোকুলাম কেরালা। প্রতিপক্ষ খুব শক্তিশালী না হলেও এই প্রতিযোগিতার ফাইনালে দু প্রধান উঠলে আরও একটা ডার্বির সম্ভাবনা রয়েছে। এই মরশুমে ডুরান্ড কাপে ডার্বি জিততে পারেনি মোহনবাগান। শিল্ডে তাই ডার্বি হলে বিশাল কাইথদের কাছে প্রতিশোধের ম্যাচ হতে পারে। তাই শিল্ডকে হালকাভাবে নিতে নারাজ মোলিনা ব্রিগেড। ফিট হওয়া দুই ফুটবলার শুভাশিস বসু ও মনবীর সিংকে শিল্ডে পাওয়া যাবে। যা সূচি তাতে মোহনবাগান শিল্ডের সব ম্যাচ কলকাতাতেই খেলবে। এই প্রতিযোগিতায় ছয়জন বিদেশি রেজিস্ট্রেশন করালেও প্রথম একাদশে চারজনকে খেলাতে পারবেন মোলিনা। দলের সঙ্গে যোগ দিয়ে বেশ কিছুদিন কাটিয়ে ফেলা রবসন রবিনহোও সুপার কাপে নামার আগে শিল্ড খেলে নিজেকে দেখে নিতে পারবেন কতটা ফিট হয়েছেন। সুপার কাপে নামার আগে শিল্ড জিতে আত্মবিশ্বাস বাড়াতে চাইছে মোহনবাগান।
একইসঙ্গে আইএসএলে নামার আগে শিল্ড আর সুপার কাপে ভালো ফল করে দলকে পুরোপুরি তৈরি করে নিতে চাইছেন মোহনবাগান কোচ। গত কয়েক বছরে আইএসএলে যে ধারাবাহিকতা দেখিয়েছেন মনবীর সিংরা তাতে এবারও তাদের প্রতি প্রত্যাশা আকাশচুম্বী। এবারে আবার আইএসএলের আগে সুপার কাপ হওয়ায় সুপার কাপের গুরুত্ব বেড়েছে দলগুলোর কাছে। যদিও এখন পর্যন্ত আইএসএলের ভবিষ্যৎ কী হতে চলেছে জানা যায়নি।
অন্যদিকে আইএফএ শিল্ডের সূচি প্রকাশ হয়ে গিয়েছিল আগেই। কিন্তু কিছু সমস্যার জন্য ম্যাচ ভেন্যু প্রকাশ হয়নি। এদিন আইএফএ-র তরফ থেকে শিল্ডের ম্যাচের ভেন্যু প্রকাশ করা হল। বুধবার উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি শ্রীনিধির। কল্যাণীতে ম্যাচ শুরু দুপুর তিনটের সময়। পরের দিন কিশোর ভারতী স্টেডিয়ামে মোহনবাগান নামতে চলেছে গোকুলাম কেরালার বিরুদ্ধে। ১১ অক্টোবর কল্যাণীতে শ্রীনিধি-নামধারী ম্যাচটি দেওয়া হয়েছে। ১২ অক্টোবর ইউনাইটেড স্পোর্টস ও গোকুলাম কেরালা ম্যাচটিও অনুষ্ঠিত হতে চলেছে কল্যাণী স্টেডিয়ামে। ১৪ অক্টোবর ইস্টবেঙ্গল-নামধারী ম্যাচটি হবে কিশোরভারতী স্টেডিয়ামে। ১৫ অক্টোবর মোহনবাগান বনাম ইউনাইটেড ম্যাচটিও কিশোরভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। সব ম্যাচ শুরু হবে দুপুর তিনটে থেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.