Advertisement
Advertisement
Mohun Bagan

আজ প্রতিপক্ষ সুরুচি সংঘ, সুহেলদের ছাড়াই নামছে মোহনবাগান

ডুরান্ড কাপে খেলার জন্য ঘরোয়া লিগে মেসারার্স ম্যাচ খেলেনি মোহনবাগান।

Mohun Bagan will face Suruchi Sangha in Kolkata League

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 21, 2025 12:15 pm
  • Updated:August 21, 2025 12:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপে খেলার জন্য ঘরোয়া লিগে মেসারার্স ম্যাচ খেলেনি মোহনবাগান। ডুরান্ড কোয়ার্টার ফাইনালে অভিযান শেষ করার পর বৃহস্পতিবার কলকাতা লিগে নামছেন ডেগি কার্ডোজোর ছেলেরা। প্রতিপক্ষ সুরুচি সংঘ। এবারের লিগে সুরুচি সংঘ দারুণ ফর্মে রয়েছে। মোহনবাগান যেখানে লিগ টেবলের ষষ্ঠ স্থানে রয়েছে, সেখানে সুরুচি রয়েছে চতুর্থ স্থানে।

Advertisement

করন রাই, পাসাং দোর্জি তামাং, লিওয়ান কাস্তানা, রোশন সিং, দীপ্রভাত ঘোষেরা সিনিয়র দলে যোগ দিয়েছিলেন ডুরান্ড কাপের সময়। এদিন ডেগির অনুশীলনে দেখা মিলল এই ফুটবলারদের। তবে এঁদের মধ্যে কোন কোন ফুটবলার বৃহস্পতিবারের ম্যাচে নামবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিনিয়র দলের কোচ জোস মোলিনা। এদিন ডেগি বলেন, “অনেকদিন পর আমরা ঘরোয়া লিগে নামব। সুরুচির খেলা দেখেছি। ভালো দল। অভিজ্ঞ দল। আমাদের লক্ষ্য থাকবে তিন পয়েন্টের দিকে। সবাই ফিট রয়েছে।”

একই সঙ্গে জানান, সিনিয়র দলের কোনও ফুটবলারের গেম টাইমের প্রয়োজন হলে তাঁকে ঘরোয়া লিগে খেলানো হবে। সুরুচির বিরুদ্ধে কিয়ান নাসিরিকে পাওয়া যাবে না চোট রয়েছে বলে। এসিএল ২-এর দিকে তাকিয়ে দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী, সুহেল ভাটদের খেলানো হবে না এই ম্যাচে।

আজ ঘরোয়া লিগে
মোহনবাগান বনাম সুরুচি সংঘ
নৈহাটি স্টেডিয়াম, দুপুর ৩.০০
এসএসইএন অ্যাপে

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ