Advertisement
Advertisement
Mohun Bagan

তারুণ্যে ভরসা কার্ডোজোর, আজ কলকাতা লিগে নামছে মোহনবাগান

গতবার কলকাতা লিগে সুপার সিক্সে যেতে পারেনি মোহনবাগান।

Mohun Bagan will start Calcutta Football League campaign against Police AC

ছবি: অমিত মৌলিক

Published by: Anwesha Adhikary
  • Posted:June 30, 2025 10:50 am
  • Updated:June 30, 2025 1:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার কলকাতা লিগে সুপার সিক্সে পৌঁছনো যায়নি। তবে ঘরোয়া লিগের পরই আরএফডিএল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগানের যুব দল। এবার ঘরোয়া লিগেও ভালো ফলের লক্ষ্য নিয়েই সোমবার প্রথম ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে পুলিশ এসির বিরুদ্ধে নামতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)।

ঘরোয়া লিগে নামার আগে সপ্তাহ দুয়েক অনুশীলনের সময় পেয়েছেন এই দলের দায়িত্বে থাকা কোচ ডেগি কার্ডের্জজো। এই সময়ের মধ্যে দলকে একটা জায়গায় আনার চেষ্টা করেছেন তিনি। তবে এই পুলিশ এসির কাছেই গত মরশুমে ২-৩ গোলে হারতে হয়েছিল সের্তো কমদের। যদিও এবারের দলে সের্তো, টাইসন-সহ একঝাঁক ফুটবলার নেই। আগামী আরএফডিএলের দিকে তাকিয়েই এই দলটি তৈরি করা হয়েছে। কলকাতা লিগে খেলা যে সব ফুটবলার আরএফডিএলের নির্ধারিত বয়সের বেশি হয়ে যায়, যদি সিনিয়র দলে তাঁকে না নেন মোলিনা, তাদেরকে ছেড়ে দেয় সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। সেই নিয়মেই গত মরশুমে সের্তেরা ভালো খেললেও তাদেরকে ছেড়ে দিয়েছে মোহনবাগান। বরং এবারের দলে তুলে আনা হয়েছে, গতবার আরএফডিএল চ্যাম্পিয়ন হওয়া দল থেকে নব্বই শতাংশ ফুটবলারকে। সঙ্গে রয়েছেন গতবারের গতবারের ঘরোয়া লিগে খেলা সালাউদ্দিন আদনান, লিওয়ন কাস্তানারা।

সোমবার মোহনবাগানের সম্ভাব্য একাদশ এই রকম হতে পারে-গোলে দীপ্রভাত ঘোষ। লেফট ব্যাকে মার্শাল কিস্কু। রাইট ব্যাকে লিওয়ন কাস্তানা। সেন্ট্রাল ডিফেন্ডার সাহিল ইমানদার ও উমের মাথুর। রাইট উইংয়ে সালাউদ্দিন আদনান, লেফট উইংয়ে পাসাং দর্জি তামাং। মাঝখানে সন্দীপ মালিক ও মিংমা শেরপা। সামনে তুষার বিশ্বকর্মা ও তাইবানঙ্গবা পানগামবাম। এদের মধ্যে তুষার শুরু করবেন পানগামবামের একটু পিছন থেকে। ইস্টবেঙ্গল রিজার্ভ থেকে মোহনবাগানে যোগ দিয়েছেন গুণরাজ সিং গ্রেওয়ালকে। গুণরাজ দলের সঙ্গে যোগ দিলেও তাঁকে দেখা গেল সাইড লাইনে অনুশীলন করতে। ইউনাইটেড স্পোর্টস থেকে আসা করণ রাইও সাইড লাইনে অনুশীলনে করলেন। এই দু’জনের খেলার সম্ভাবনা নেই লিগের প্রথম ম্যাচে।

তিন বছর ধরে মোহনবাগানের আরএফডিএল দলে খেলছেন সন্দীপ মালিক। এবার তাঁকে কলকাতা লিগের জন্য অধিনায়ক নির্বাচিত করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। মাঝমাঠের ফুটবলার সন্দীপ চান সিনিয়র দলের অধিনায়ক শুভাশিস বসুর মতো দলকে সাফল্যের মুখ দেখাতে। তিনি বলেন, “মোহনবাগানের অধিনায়ক হয়েছি। খুবই গর্বের বিষয়। শুভাশিসদাকে দেখেছি সিনিয়র দলে কীভাবে নেতৃত্ব দেয়। অনেক দায়িত্ব থাকে। আমিও চেষ্টা করব দলকে সাফল্য এনে দেওয়ার।” এই লিগের জন্য দীপেন্দু বিশ্বাসকে খুব একটা ব্যবহার না করলেও তাঁর নাম রেজিস্ট্রেশন করিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। সুহেলকেও রেজিস্ট্রেশন করানো হতে পারে। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আর প্রয়োজনে ম্যাচ টাইম দেওয়ার জন্যই দীপেন্দু, সুহেলকে রেজিস্ট্রেশন করানোর ভাবনা চিন্তা। মোহনবাগান কোচ বলছেন,”দু সপ্তাহ সময় পেয়েছি। এই কম সময়ের মধ্যে প্রস্তুতি কঠিন। কিন্তু তরুণ ফুটবলারদের নিয়ে গড়া দল। ফুটবলাররা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। প্রথম ম্যাচ কঠিন ঠিকই। আমরা তৈরি। এই দল থেকে সিনিয়র দলে ফুটবলার তুলে আনাই আমাদের লক্ষ্য।”

আজ কলকাতা লিগে
মোহনবাগান বনাম পুলিশ এসি
নৈহাটি স্টেডিয়াম, ৩.০০ সরাসরি এএসইএন অ্যাপে

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement