Advertisement
Advertisement
Mohun Bagan

এসিএল-২ ও আইএসএলকে বাড়তি গুরুত্ব দিতে এবার ডুরান্ডে খেলবে মোহনবাগানের যুবদল

গত মরশুমের সুপার কাপেও সবুজ মেরুনের তরুণ ব্রিগেডকে সুযোগ দেওয়া হয়েছিল।

Mohun Bagan youth team will play upcoming Durand Cup

ছবি: সংগৃহীত

Published by: Arpan Das
  • Posted:May 26, 2025 5:24 pm
  • Updated:May 26, 2025 5:24 pm  

প্রসূন বিশ্বাস: ২২ জুলাই থেকে শুরু হবে ডুরান্ড কাপ। তবে সেখানে প্রথম দল খেলাবে না মোহনবাগান। বরং সেই টুর্নামেন্টে সুযোগ পেতে চলেছে সবুজ-মেরুনের যুবদল। এছাড়া গতবারের মতো এবারও কলকাতা লিগে তরুণদের সুযোগ দেওয়া হবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত?

Advertisement

আসলে মোহনবাগান ম্যানেজমেন্টের মূল লক্ষ্য আইএসএল, সুপার কাপ ও এএফসি। তার মধ্যে এবার সুপার কাপ এগিয়ে আসার কথা। গত মরশুমে এই টুর্নামেন্টে মোহনবাগানের যুবদল নেমেছিল। আইএসএল কাপ ও লিগ শিল্ড জয়ের পর সুপার কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। তাই সুপার কাপকে এবার বাড়তি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে মোহনবাগানের। এই টুর্নামেন্ট থেকেও এসিএল-২’র জায়গা পাওয়া যায়। এছাড়া আইএসএলের দ্বিমুকুট খেতাব ধরে রাখার জন্য এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

সেই সঙ্গে রয়েছে এসিএল-২। লিগ শিল্ড জয়ের ফলে এশিয়ার মঞ্চে ফের নিজেদের প্রমাণ করার সুযোগ থাকছে সবুজ-মেরুন বাহিনীর। গতবার এই টুর্নামেন্টে স্বপ্নভঙ্গ হয়েছে। সেটাকে নজর রেখেই ডুরান্ড কাপে যুবদলকে খেলাতে চাইছে মোহনবাগান। আরও একটি বিষয় হল, সমস্যা হতে পারে অনুশীলনের মাঠ পাওয়া নিয়েও।

উল্লেখ্য, গতবার ডুরান্ডের ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয় মোহনবাগানের। হারতে হয়েছিল নর্থইস্ট ইউনাইটেডের কাছে। এবার ২২ জুলাই থেকে শুরু হতে চলেছে ১৩৪তম ডুরান্ড কাপের আসর। এই প্রথমবার পাঁচ রাজ্যে আয়োজিত হবে ঐতিহাসিক এই টুর্নামেন্ট। পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, অসম, মেঘালয় এবং মণিপুরের ইম্ফলে হবে ম্যাচগুলি। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হবে ২৩ আগস্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement