গোলের পরে জর্জ পেরেরা ডিয়াজ। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশা এফসিকে হারিয়ে আইএসএল ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তোনিও হাবাসের ছেলেরা ২-০ গোলে মাটি ধরায় লোবেরার ওড়িশা এফসিকে। দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলে জেতার ফলে ফাইনালে চলে যায় সবুজ-মেরুন ব্রিগেড।
সোমবার আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলায় মুম্বই সিটি (Mumbai City) ২-০ গোলে হারায় এফসি গোয়াকে। সোমবার ম্যাচ জেতার ফলে মুম্বই সিটি এগ্রিগেটে ৫-২ গোলে জিতে ফাইনালে পৌঁছে যায়। মুম্বইয়ের হয়ে গোল করেন জর্জ পেরেরা দিয়াজ এবং ছাংতে। প্রথম সাক্ষাতে মুম্বই সিটি ৩-২ গোলে ম্যাচ জিতেছিল।
এদিনও মুম্বইয়ের দাপট বজায় থাকল। আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগ দেখতে মাঠে উপস্থিত ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাঁদের সামনেই মুম্বই ম্যাচ জিতে পৌঁছে গেল ফাইনালে। আইএসএল ফাইনাল হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফাইনালের বল গড়াবে ৪ মে।
এই যুবভারতীতেই মুম্বই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। ফাইনালে মুখোমুখি ফের দুই দল। মোহনবাগান ও মুম্বই দলে রয়েছে দুর্দান্ত সব ফুটবলার। দারুণ এক ফাইনালের অপেক্ষায় যুবভারতী। আর সল্টলেক স্টেডিয়ামে খেলা মানেই ফুলহাউজ গ্যালারি। দর্শকদের শব্দব্রহ্ম দ্বাদশ ব্যক্তি মোহনবাগানের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.