ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনাকে সত্যি করে ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো আন্সেলোত্তি। কয়েক দিন আগে রিও ডি জেনেইরোতে পা রেখেছেন তিনি। আর ব্রাজিলে পা রাখার পরেই একেবারে ‘অ্যাক্টিভ মুডে’ পাওয়া গিয়েছে তাঁকে। ইতিমধ্যেই আসন্ন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দু’টি ম্যাচের জন্য ব্রাজিলের ২৫ জনের দল ঘোষণা করে দিয়েছেন তিনি। প্রশ্ন হল, ইউরোপীয় এই কোচের অধীনে কেমন খেলবে ‘সেলেকাও’রা? এই নিয়ে আন্সেলোত্তি যে ছক কষা শুরু করে দিয়েছেন, তা তাঁর কথা থেকেই পরিষ্কার।
কী বলেছেন তিনি? ব্রাজিলকে ‘বিশ্বের সেরা দল’ ঘোষণা করে আন্সেলোত্তি বলেন, “রিয়াল মাদ্রিদের মতো খেলবে আমার ব্রাজিল। কিন্তু এ বছরের রিয়ালের মতো নয়। গত বছরের মতো। এটাই চাই। তবে জানি যে, এটা নির্ভর করে দলের খেলোয়াড়দের উপর। ওদের তো মাঠে স্বস্তিতে থাকতে দিতে হবে। আমার দলের কেবল একটাই পরিচিতি থাকবে, এমন ভাবতে পছন্দ করি না। এটা বুদ্ধিমানের মতো কাজও নয়।”
তাঁর সংযোজন, “বিশ্বের সেরা দল ব্রাজিল। আমি বলছি বলে নয়। ওদের জার্সিতে পাঁচটি তারা। অন্য কোনও দল কিন্তু এই পর্যায়ে পৌঁছতে পারেনি। এখন আমার লক্ষ্য ষষ্ঠ তারা (বিশ্বকাপ) নিশ্চিত করা।” তবে, নিজের দেশ ইতালি সম্পর্কে কিছুটা হলেও অভিমান ঝরে পড়ে আন্সেলোত্তির কথায়।
৬৫ বছরের বর্ষীয়ান কোচের কথায়, “এখন ইতালির কোচ স্প্যালেত্তি। ও আমার বন্ধু। অসাধারণ একজন কোচ। তবে ইতালি তো আমাকে ডাকেনি। ব্রাজিল কিন্তু আমার সঙ্গে অনেক আগেই যোগাযোগ করেছে।” এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নিজের দেশ ইতালির কোচ হওয়ারও কি ইচ্ছা ছিল আন্সেলোত্তির?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.